শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

সেন্টমার্টিনে পর্যটন নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিবেচনার আহ্বান -কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

সিবিএল নিউজ: সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তবে *৯ মাসের সম্পূর্ণ নিষেধাজ্ঞা স্থানীয়দের জীবন-জীবিকার ওপর গভীর প্রভাব ফেলবে*। দ্বীপের সাড়ে *১০ হাজার মানুষের অধিকাংশই পর্যটনের ওপর নির্ভরশীল, এবং মৌসুমী আয় থেকেই তাদের সারা বছরের জীবনযাত্রা চলে*। দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার ফলে তাদের অর্থনৈতিক অনিশ্চয়তা তীব্রতর হবে।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স পরিবেশ সংরক্ষণের এই উদ্যোগকে সাধুবাদ জানায়, তবে *নিষেধাজ্ঞার সময়সীমা ৯ মাসের পরিবর্তে ৮ মাসে আনার আহ্বান জানায়*। ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটনের সুযোগ দেওয়া হলে স্থানীয় অর্থনীতি কিছুটা স্থিতিশীল থাকবে, এবং সেন্টমার্টিনের বাসিন্দারা আর্থিকভাবে বড় সংকটে পড়বে না।

পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতির মধ্যে ভারসাম্য আনতে দায়িত্বশীল পর্যটন নীতির বাস্তবায়ন প্রয়োজন। এর মধ্যে নিয়ন্ত্রিত পর্যটন প্রবাহ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা, ও স্থানীয় জনগণের বিকল্প জীবিকা নিশ্চিত করা জরুরি।

আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাই, যাতে *পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে একটি টেকসই ও বাস্তবসম্মত নীতি গ্রহণ করা হয়, যেখানে পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা উভয়ই সমানভাবে বিবেচিত হয়*।




Developed by e2soft Technology