শিরোনাম
রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন।

রামুর বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান

খালেদ শহীদ: রামু উপজেলার উত্তর মিঠাছড়ির পাহাড় চুড়ায় প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম ‘ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধমুর্তি’ সংবলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি পালনের মধ্যদিয়ে এ অনুষ্ঠান উপযাপিত হয়।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো, প্রয়াত প্রজ্ঞামিত্র মহাথেরো, প্রয়াত সারমিত্র মহাথেরোর পারলৌকিক শান্তি কামনায় পূণ্যদান কর্মসূচির মধ্যে ছিলো বুদ্ধপূজা, অষ্টপরিস্কারসহ মহা সংঘদান, ধর্মসভা, নবনির্মিত ৪৯ টি বুদ্ধমুর্তির আনুষ্ঠানিক উৎসর্গ, দুইজন বৌদ্ধ ভিক্ষুকে স্থবির পদে বরণ, জ্ঞাতিভোজন, কঠিন চীবর ও কল্পতরু উৎসর্গ, বাংলাদেশসহ বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।

দুই পর্বের ধর্মানুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় উপ-সংঘরাজ ভদন্ত ধর্মরত্ন মহাথেরো, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের মহা পরিচালক ভদন্ত বিজয় রক্ষিত মহাথেরো। প্রধান জ্ঞাতির ধর্মদেশনা করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত ধর্মপাল মহাথেরো।

স্বাগত ও উদ্বোধনী ধর্মদেশনা করেন, বিমুক্তি নিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ করুণাশ্রী মহাথেরো।

এতে বিশেষ ধর্মদেশনা করেন, উখিয়া দ্বীপংকর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিমলাজ্যোতি মহাথেরো, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরো, প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ শীলমিত্র থের, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সৌরবোধি থের, ধর্মপাল স্থবির, করুনাপ্রিয় স্থবির, জ্যোতিকাশ্যপ থেরো প্রমুখ। ধর্মসভায় পঞ্চশীল প্রার্থনা করেন উপাসক কল্যাণ বড়ুয়া ও টিটু বড়ুয়া।

অনুষ্ঠানের প্রধান ব্রতি ছিলেন, চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া ও পরিবারের সদস্যবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়া গ্রামবাসী। এতে অর্ধ শতাধিক দেশবরেণ্য পূজনীয়, প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ সংঘ অংশ নেয। হাজারো পূণ্যার্থীর অংশ গ্রহনে মুখরিত হয়ে ওঠে বিমুক্তি বিদর্শণ ভাবনা কেন্দ্রের কঠিন চীবর দান অনুষ্ঠান।

বিমুক্তি নিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সীপন বড়ুয়া-দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান উৎসবমুখর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসনসহ দানানুষ্ঠানে অংশগ্রহনকারী পূন্যার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।




Ads NewsCraft

সর্বশেষ

Developed by e2soft Technology