শিরোনাম
টুয়াকের কক্সবাজারে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত যেভাবে গ্রেফতার হলেন সাংবাদিক মুন্নি সাহা রামুতে সত্তর, আশি ও নব্বই দশকের খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুস্টিত অ্যাপের এজেন্ট জাহাজ মালিক: টিকেট কাটলেই মিলবে ট্রাভেল পাস জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সেন্টমার্টিনে কোন জাহাজ ঢুকতে না দেওয়ার ঘোষণা দ্বীপবাসীর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ যাত্রাবাড়ীতে হাসনাত কে আবার গাড়ী চাপা দিয়ে হত্যা চেস্টা সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর

রামুতে সত্তর, আশি ও নব্বই দশকের খেলোয়াড়দের প্রীতি ফুটবল ম্যাচ অনুস্টিত

সুবীর বড়ুয়া বুলু ফুটবল দল, বিমল বড়ুয়া ফুটবল দল যুগ্ম চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক, রামু

রামুতে সত্তর, আশি ও নব্বই দশকের ক্রীড়া নৈপুণ্যের অধিকারী সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে সুবীর বড়ুয়া বুলু ফুটবল দল ও বিমল বড়ুয়া ফুটবল দল। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার স্টেডিয়ামের ক্রীড়া নৈপুণ্যের অধিকারী সাবেক ফুটবলার রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যরা এ প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করবেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’র পর পর চারবার নির্বাচিত সদস্য বিজন বড়ুয়া।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, রামু ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ।

বাফুফে সদস্য বিজন বড়ুয়া বলেন, সত্তর, আশি ও নব্বই দশকের খেলোয়াড়রা এখনও ফুটবল নিয়ে মাঠে দৌড়াচ্ছে। সাবেক ফুটবলারদের খেলার মাঠে দেখতে পেয়ে, প্রজন্ম ফুটবলাররা উজ্জীবিত হবেন। হয়তো আগে যেভাবে ক্রীড়া নৈপুণ্য দেখাতে পারতেন, সেভাবে এখন খেলতে পারবেন না। তারপরও প্রবীন খেলোয়াড়দের নিয়ে এ উদ্যোগের জন্য রামু সোনালী অতীত ফুটবল ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি।

জাতীয় ফুটবলের সাবেক গোলরক্ষক বিজন বড়ুয়া বলেন, রামুতে অতীত ক্রীড়াঙ্গনের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য রয়েছে। সমৃদ্ধ সেই ক্রীড়া ঐতিহ্যকে উপস্থাপন করার প্রয়াস চালাচ্ছে রামু সোনালী অতীত ফুটবল ক্লাব। রামুতে সাবেক খেলোয়াড়রা ফুটবল খেলায় অনুশীলন শুরু করেছে। প্রতি শুক্রবার এ অনুশীলন চলবে রামুর প্রাচীন খেলার মাঠ খিজারী স্কুল মাঠে। আমি আশা করি রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের মতো, কক্সবাজারের অন্যান্য উপজেলাতেও সোনালী অতীতের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন শুরু করবেন। স্থানীয় ক্রীড়া ঐতিহ্যকে সমৃদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা দরকার।

শুক্রবার বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক খেলোয়াড়দের প্রচেষ্টা ও শারীরিক কসরত ফুটবল প্রেমী দর্শকদের আনন্দ দিলেও নির্ধারিত সময়ে প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র হয়। খেলার রেফারী কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি করার সিদ্ধান্ত দেন।

টাইব্রেকারে উভয় দল ৭টি করে গোল করলে, খেলা আবারও ড্র হয়। ফলে সুবীর বড়ুয়া বুলু ফুটবল দল বনাম বিমল বড়ুয়া ফুটবল দল উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।

সুবীর বড়ুয়া বুলু ফুটবল দল: বিপুল বড়ুয়া (গোলরক্ষক), সুবীর বড়ুয়া বুলু (অধিনায়ক),পলক বড়ুয়া আপ্পু, মো. নবু আলম, অনুপ বড়ুয়া, তরুন বড়ুয়া, সংগীত বড়ুয়া, কাকন বড়ুয়া, রুহুল আমিন রকি, দুলাল বড়ুয়া।

বিমল বড়ুয়া ফুটবল একাদশ: রাজু বড়ুয়া (গোলরক্ষক), বিমল বড়ুয়া (অধিনায়ক), ডা. রবীন্দ্র শর্মা, বিজন বড়ুয়া, তরুপ বড়ুয়া, মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, সুলক বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, প্রকাশ সিকদার, ।

অতিরিক্ত খেলোয়াড় ছিলেন: কিশোর বড়ুয়া, নীলোৎপল বড়ুয়া, সুকুমার বড়ুয়া বুলু, নুরুল হক চৌধুরী, প্রবাল বড়ুয়া নিশান, বিদ্যুৎ বড়ুয়া, সুপন বড়ুয়া শিপন, টিপু বড়ুয়া, পলাশ বড়ুয়া।

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু জানান, প্রতি শুক্রবার বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক খেলোয়াড়দের ফুটবল খেলার অনুশীলন চলবে। প্রতি শুক্রবার অনুশীলন শেষে সান্ধ্য আপ্যায়ন চলবে। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যদের নিয়মিত এ অনুশীলনে অংশ নেয়ার অনুরোধ জানান তিনি। প্রতি শুক্রবার অনুষ্ঠিতব্য ফুটবল খেলার অনুশীলনে সমন্বয়কের দায়িত্বে থাকবেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য সাবেক ফুটবলার সংগীত বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু ও রূপায়ন বড়ুয়া।




Developed by e2soft Technology