
‘আমাদের সংস্কৃতি বিশ্বাস ষোলআনা বাঙালিয়ানায় ঋদ্ধ’
রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন
নিজন্ব প্রতিবেদক: রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) সকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলা নববর্ষ বরণ উৎসব উদ্বোধন করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা কর্মসূচীতে রামু উপজেলা প্রশাসন ও বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদ যৌথ ভাবে এ বর্ষবরণ উৎসব উদযাপন করে। একই দিনে বর্ণিল আয়োজনে রামু সরকারি কলেজে অনুষ্ঠিত হয় বাংলা বর্ষবরণ উৎসব।
‘আমাদের সংস্কৃতি বিশ্বাস ষোলআনা বাঙালিয়ানায় ঋদ্ধ’ এ শ্লোগানে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় ‘প্রভাতী অনুষ্ঠানে’র মাধ্যমে শুরু হয় বাংলা নববর্ষ বরণ উৎসব। এতে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত রামুর স্থানীয় শিল্পীরা সহ ‘ইনস্টিটিউট অব মিউজিক’ এবং ‘কোমলমতি শিশু নিকেতন’ প্রভাতী অনুষ্ঠানে সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করে। সকাল ৯টায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদ ১৪৩২ বঙ্গাব্দের আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও সদস্য সচিব বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উদ্বোধন করেন। এতে রামু প্রবীন সংস্কৃতিকর্মী গোলাম কবির, নাট্য ব্যক্তিত্ব মাস্টার মোহাম্মদ আলম, রামু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবির, সাবেক প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ সহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় এবং বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পান্তাভাত ভোজনে সংস্কৃতিকর্মী ও প্রশাসনের কর্মকর্তা সহ শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা অংশ নেন।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রামু খিজারী উচ্চ বিদ্যালয় মাঠে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ক, খ ও গ বিভাগে অনুষ্ঠিত ছড়াগান, চিত্রাংকন, লোকগীতি, লোকনৃত্য ও বাঙালি সাজো প্রতিযোগিতায় অংশ নেন।
রাত ৯টায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। শুভেচ্ছা বক্তৃতা করেন, বাংলা নববর্ষ বরণ উৎসবের সদস্য সচিব বশিরুল ইসলাম। সংস্কৃতিকর্মী দীপক বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, নাট্যজন সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, প্রবীন সংস্কৃতিকর্মী গোলাম কবির ও অনিল শর্মা প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সংগীতায়োজনে অংশ নেয়, রামুর ব্যান্ডদল ‘দ্যা স্টারি নাইট’।
রামু সরকারি কলেজে: একই দিনে বর্ণিল আয়োজনে রামু সরকারি কলেজে অনুষ্ঠিত হয় বাংলা বর্ষবরণ উৎসব। শিক্ষক-শিক্ষার্থী এবং কলেজ কর্মচারীরা বিপুল উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার মধ্যে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করে।
জাতীয় সংগীত ও বর্ণাঢ্য র্যালি আয়োজনের মাধ্যমে রামু সরকারি কলেজে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন সূচনা করা হয়। এতে কলেজের শিক্ষক, শিল্পী, লেখক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত হয় পান্তা ইলিশের ভোজ। এরপর অনুষ্ঠিত হয়, ষোল আনাই বাঙ্গালীয়ানা সমৃদ্ধ লোকজ গান ভাটিয়ালী, লালনগীতি ও আঞ্চলিক গানের আসর।
রামু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুপ্রতীম বড়ুয়া’র সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের অতিথি ও শিক্ষার্থীরা অভিমত ব্যক্ত করে জানান, রামু কলেজের ইতিহাসে এমন প্রাণপ্রাচুর্য আগে কখনো আমরা দেখিনি। এমন দিন বার বার আসুক কলেজ প্রাঙ্গণে, শিক্ষার্থীদের জীবনে।
অধ্যাপক ইজত উল্লাহ, কণ্ঠশিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত রামু সরকারি কলেজের বাংলা বর্ষবরণ উৎসব উৎযাপন করেন, পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক মোবারক হোসেন, সদস্য কলেজের শিক্ষক দিবস বৈদ্য, মিজানুর রহমান, মানসী বড়ুয়া, ভুবন বড়ুয়া প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।