শিরোনাম
রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে রামুতে নারী ও যুব অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপে বক্তারা: যুবরা হলেন সমাজের প্রাণশক্তি, যুব ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান

রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

খালেদ শহীদ, রামু: রামুতে সুর মূর্ছনায় অনুষ্ঠিত হয়েছে তুলিপ সেনগুপ্ত’র একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ইনস্টিটিউট অব মিউজিক, রামু এ সংগীতাষ্ঠানের আয়োজন করে। সংগীত সন্ধ্যায় রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, কালজয়ী শিল্পীদের আধুনিক বাংলা ও সুপরিচিত হিন্দি গান সহ মৌলিক গান পরিবেশন করেন শিল্পী তুলিপ সেনগুপ্ত। শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, চট্টগ্রাম সংগীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্ত।

তুলিপ সেনগুপ্ত সূর্য, সংগীত তাঁর প্রাণ। তাঁর রক্ত শিরায় সংগীতের শুদ্ধ ধারার স্রোত প্রবহমান। তাঁর দিনযাপনই সুরসাধনায় ব্রত। সুরের মহাসমুদ্রে সাঁতরে চলেন তিনি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘সংগীত ভবনের উত্তরাধিকার তুলিপ সেনগুপ্ত সূর্য, শিল্প ঐতিহ্যের বহমান ধারার একজন প্রজন্মদ্যুতি। তাঁর কণ্ঠে শিল্পীর আত্মার ভাষ্যে নজরুলের দ্রোহ, রবীন্দ্রের রস, আধুনিকতার ছন্দ, আর বাংলার মাটির ঘ্রাণ।

সংগীত পরিবারে জন্মেছেন তুলিপ সেনগুপ্ত সূর্য। তাঁর সংগীত শুরু হয় বাবার হাত ধরে। বাবা গুণী সংগীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব ‘সংগীত ভবন’ কক্সবাজারের অধ্যক্ষ বিভাস সেনগুপ্ত জিগমী। তিনি রামুর পশ্চিম মেরংলোয়ায় গড়ে তোলেছেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সংগীত ভবন’।

তুলিপ সেনগুপ্ত সূর্য। তামিল নিয়েছেন কলকাতায় সংগীত গুরুদের কাছেও। সূর্যের কাছে সংগীত হলো সাধনা, সুর হচ্ছে শুদ্ধতার পথ। তাঁর বড় জেঠু দীপক সেনগুপ্ত, মেঝো জেঠু প্রদীপ সেনগুপ্ত, দুই পিসিমনি পূরবী সেনগুপ্ত ও কাবেরী সেনগুপ্ত, বাবা বিভাস সেনগুপ্ত জিগমী। তাঁরা প্রত্যেকে নিজ কন্ঠে, তালে, লয়ে, সুরে, ছন্দে, রাগ ও রসে রাঙিয়েছেন বাংলাদেশ ও উপমহাদেশের সঙ্গীত মঞ্চ। ঠিক সেই রক্তের ধারায়, সেই সুর শিখায় দীপ্ত হয়ে উঠেছেন তুলিপ সেনগুপ্ত সূর্য। ১৯৬৬ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় ‘সংগীত ভবন’। বৃহত্তর চট্টগ্রামের শিল্পচেতনার এক নান্দনিক প্রভাতরশ্মি এই সংগীত ভবন। সংগীত ভবনের প্রাণপুরুষ ছিলেন, বিশিষ্ট সেতারবাদক ও সংগীত শিক্ষক প্রিয়দারঞ্জন সেনগুপ্ত। তাঁর সহধর্মিণী সুরসাধীকা বনবীথি সেনগুপ্ত। এই প্রতিষ্ঠান এক নবজাগরণের বাতিঘর। তুলিপ সেনগুপ্ত সূর্য সেই সংগীত ভবনের উত্তরাধিকার।

শিল্পী তুলিপ সেনগুপ্ত সূর্য’র সংগীত সাধনার কীর্তিগাঁথা তুলে ধরে প্রাণবন্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, কণ্ঠশিল্পী-শিক্ষক মানসী বড়ুয়া। অনুষ্ঠান মঞ্চে শিল্পী তুলিপ সেনগুপ্ত সূর্যকে আশীর্বাদ করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সংগীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্ত, রামুর নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সমস্বর’ সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন আজাদ, কক্সবাজার সংগীত শিল্পী পরিষদের সভাপতি ও বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু সরকারি কলেজে সহকারী অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, কক্সবাজার সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম,
কক্সবাজার থিয়েটারের সহ-সভাপতি সুশান্ত পাল বাচ্চু, ইনস্টিটিউট অব মিউজিক, রামুর নির্বাহী পরিচালক হিমাদ্রী বড়ুয়া পান্থ ও নৃত্য বিভাগের পরিচালক জয়শ্রী বড়ুয়া।

বক্তারা বলেন, এই আয়োজন শুধু একটি সঙ্গীতায়োজন নয়, এটি এক শিল্প ঐতিহ্যের উত্তরাধিকারকে ধারণ করার মূহুর্ত। একজন পরিশুদ্ধ শিল্পীর হৃদয়ের গভীর থেকে উচ্চারিত সুরের অর্ঘ্য।

উপস্থিত সুধীজনের কাছে শিল্পী তুলিপ সেনগুপ্ত’র জন্য আশীর্বাদ কামনা করেন, বাবা বিভাষ সেনগুপ্ত জিগমী, মা অর্চনা সেনগুপ্ত, শ্বাশুড়ি চট্টগ্রাম বেতারের নজরুলগীতি শিল্পী বিউটি দেব। কথা বলেছেন সূর্যের বৌ নৃত্য শিল্পী অনন্যা দাশগুপ্তা বৃন্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তুলিপ সেনগুপ্ত’র চার মাস বয়সের মেয়ে আভেরী সেনগুপ্ত গুণগুণ।

অনুষ্ঠানে শিল্পী, শিক্ষক ও সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা শ্রোতারা হিসেবে শিল্পী তুলিপ সেনগুপ্ত’র গান উপভোগ করেন। শিল্পীকে গান পরিবেশনে যন্ত্র সংগীতে সহায়তা করেন, কী বোর্ডে সৈকত নন্দী, তবলায় রবিন চৌধুরী, অ্যাকুস্টিক গিটারে মুজিব, বেইজ গিটারে রায়হান, অক্টোপ্যাডে সুজয়। এ ছাড়া শব্দ যন্ত্র সমন্বয় ও নিয়ন্ত্রণে ছিলেন কামাল। শিল্পী সকল মিউজিসিয়ানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ আয়োজনে সফল করতে সহযোগিতা দিয়েছে ইনস্টিটিউট অব মিউজিকের নির্বাহী পরিচালক হিমাদ্রী বড়ুয়া পান্থ ও পরিচালক জয়শ্রী বড়ুয়া।

সংগীতের মায়াবী সুর ভালোবাসায় আবিষ্ট হয়ে উঠেন উপস্থিত দর্শক সংস্কৃতি কর্মীরা। একজন সংগীতপ্রাণ মানুষের আত্মার ভাষায় কথা বলার একক সংগীত সন্ধ্যায়। এটি শুধু একক সংগীতানুষ্ঠান নয়, বরং গানের যাত্রাপথের অন্তরঙ্গ সঙ্গী হয়ে উঠার মুহুর্ত।

তুলিপ সেনগুপ্ত সূর্য নিজ অনুভূতি ব্যক্ত করে বলেন, ছোটবেলায় বাবার কাছে গানের হাতেখড়ি। এরপর থেকেই গানের প্রতি ভালোবাসা শুরু হয়। বাসায় সারাদিন গানের চর্চা হতো বলেই হয়তো গানের প্রতি প্রেম হয়। পিসিমনি ‘কাবেরী সেন গুপ্ত’র কাছে তালিমের পর গানের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়।  কলকাতায় শ্রদ্ধেয় কৌশিক ভট্টাচার্য্য এবং শ্রদ্ধেয় ব্রজেশ্বর মুখোপাধ্যায়ের কাছেও গানের তালিম নেয়ার সুযোগ হয়েছে। ওই সময়ে কোলকাতায় ‘সহজ মানুষ’ গানের দল এবং তীর্থসুন্দর বিশ্বাস দাদার সান্নিধ্যে এসে তারা টিভির ‘টেক এ ব্র্যাক’ এবং ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ হয়। বর্তমানে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কেন্দ্রে আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি ।

তুলিপ সেনগুপ্ত দেশের বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক ‘শেখ সাদী খান’, ‘সুজেয় শ্যাম’, ‘উজ্জ্বল সিনহা’, ‘জয় শাহরিয়ারের মতো গুণী মানুষের সান্নিধ্যে এসে নিজের মৌলিক গান প্রকাশ পেয়েছে ।

নাটকের মৌলিকগানসহ ব্যাকরাউন্ড ভোকালে কাজ করেছি। ‘রাই বিনে’, ‘ছদ্মবেশী রোদ’, ‘স্বার্থপর’, ‘তোমার হাসিটা’, ‘বলোনা বলোনা’, ‘মনের আড়ালে’, ‘যে কথা ভাবি’, ‘ঠাকুর তুমি’, ‘ইচ্ছেপোকার গান’, ‘উড়ে গিয়ে কালো মেঘ’, ‘শুকতারা’, ‘কিছু কথা’ সহ আরও বেশ কিছু মৌলিক গান প্রকাশ পেয়েছে । ‘স্বার্থপর’, ‘মনের আড়ালে’, ‘কমলাকান্ত’, ‘এক পলকে’ সহ বেশ কিছু বাংলা নাটক এবং ‘আমরা একটা সিনেমা বানাবো’ ছায়াছবিতে গান গেয়েছেন তুলিপ সেনগুপ্ত সূর্য।




Developed by e2soft Technology