শিরোনাম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ মিছিল কক্সবাজারে ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত। রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন রামুতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, দর্শনীয় স্থান পরিদর্শনে জেলা প্রশাসক সালাহ উদ্দিন রামু সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান রামুতে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত এনসিপি নেতাদের উপর হামলাকারী অভিযুক্ত জামাল গ্রেফতার প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা

রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের সদস্যদের বকনা ও ষাড় বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বকনা ও গরু হৃষ্টপুষ্টকরণ প্যাকেজের জন্য নির্বাচিত সুফলভোগীদের মাঝে বকনা, ষাড় ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম।

বৃহষ্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৫৩ জন উপকারভোগীকে বকনা ও ষাড় বিতরণ করা হয়। এরমধ্যে ৪৪ জনকে বকনা (স্ত্রী বাছুর) এবং ৯ জনকে ষাড় বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রামু উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প) ডা. আজিজা আক্তার ঝিনুক, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শাহাদাত করিমসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

রামু উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন জানিয়েছেন- এসব উপকারভোগীদের ইতিপূর্বে গৃহ নির্মাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের বিতরণকৃত বকনা (বাছুর) ও ষাড়ের জন্য বিনামূল্যে গো-খাদ্য সহায়তা দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর।




Developed by e2soft Technology