শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। প্রধান শিক্ষক মোজাফ্ফর আহমদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সহকারি শিক্ষক সাইমন আরা ইয়াছমিনের স্বাগত বক্তব্যে ও মেঘনা রাণী শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আইরিন জাহান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক বর্না বড়ুয়া, আনোয়ারা বেগম, কানিজ ফাতেমা রেখা, রোকসানা আকতার, প্রিয়াঙ্কা বড়ুয়া, বিদায়ী শিক্ষার্থী জাহারা ফাওজিয়া জামি, ওয়াসির হাছান জায়ান, সোমাইয়া আলম, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফাওজিয়া আফরিন।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আদিবা বিনতে আলমের কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, সহকারি শিক্ষক আসমা উল হোসনা।

অনুষ্ঠানে ৫২জন বিদায়ী শিক্ষার্থী সহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়।




Developed by e2soft Technology