শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে নাগরিক কমিটি  বিক্ষোভ মিছিলের ঘোষণা

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে নাগরিক কমিটি  বিক্ষোভ মিছিলের ঘোষণা

সিবিএল নিউজ: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ০৬ ডিসেম্বর ২০২৪ ইং (শুক্রবার), কক্সবাজারে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা ও জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার।

বিক্ষোভ মিছিলটি জুমার নামাজের পর তারাবনিয়ারছড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হবে। মিছিলটি কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুনগাছতলা চত্বরে এসে শেষ হবে। সেখানে মিছিল-পরবর্তী একটি পথসভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

হামলার নিন্দা জানিয়ে আয়োজকরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তারা শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানাবেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের আহ্বান জানানো হয়েছে।




Developed by e2soft Technology