শিরোনাম
বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে রামুতে নারী ও যুব অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপে বক্তারা: যুবরা হলেন সমাজের প্রাণশক্তি, যুব ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ

বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদর উপজেলার বাংলা বাজার নিবাসী নুরুল কবির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। এর আগে বিকাল ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান, মরহুম নুরুল কবিরের বড় মেয়ের জামাতা ওমর ফারুক।

রবিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় (আছরের নামাজের পরে) বাংলা বাজার নয়াপাড়া এলাকায় পুরাতন সড়কে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পূর্ব সংক্ষিপ্ত সভায় দোয়া কামনা করে বক্তব্য রাখেন, মরহুমের ছেলে মো. শহীদুল ইসলাম ও ভাইপো ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য (মেম্বার) সাইফুল ইসলাম সোহাগ। নামাজে জানাজা শেষে বাংলা নয়াপাড়া কবরস্থানে মরহুম নুরুল কবিরকে দাফন করা হয়। পিতাকে এক নজর দেখে রবিবার বিকাল তিনটার সময়ে সৌদি আরব থেকে কক্সবাজারে পৌঁছান, মরহুম নুরুল কবিরের একমাত্র প্রবাসী ছেলে মো. শহীদুল ইসলাম।

মরহুম নুরুল কবির কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংলা বাজার নয়াপাড়ার বাসিন্দা মরহুম হাজী আবদুল খালেকের ছোট ছেলে। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী ও খিজারীয়ান ৮৬’র সদস্য।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, সামাজিক অঙ্গন ও বন্ধু মহলসহ এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

খিজারীয়ান ৮৬’র শোক:
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী নুরুল কবিরের মৃত্যুর খবরে, বন্ধুকে একনজর দেখতে ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শোকাহত বন্ধু খিজারীয়ান ৮৬’র সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া, খিজারীয়ান ৮৬’র বন্ধু কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, পানের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন আহমদ, ব্যবসায়ী ও সমাজসেবক নজিবুল আলম, শফিউল আমিন, সাহেদ সরওয়ার, কলিম উল্লাহ, সাইফুল ইসলাম, জয়নাল আবেদিন, ক্রীড়া সংগঠক প্রবাল বড়ুয়া নিশান, ঠিকাদার খালেদ নেওয়াজ আবু, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, ডাকঘর কর্মকর্তা মুবিনুল হক, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সদস্য মো. আজিজুল হক।

বন্ধু নুরুল কবিরের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন, খিজারীয়ান ৮৬ সদস্য চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান বিভাগের ডীন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল সিকদার, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ফরিদুল আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পু, দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার শর্মা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেকশন অফিসার বিপন বডুয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাহাব উদ্দীন, স্বপন বড়ুয়া, শিক্ষক অসিত পাল, আইনজীবী সহকারি রূপন শর্মা, বৃক্ষ গবেষক কিশোর কুমার বৈদ্য ময়না, উইথো চিং, মুফিজুর রহমান, আবদুর রহমান, ব্যবসায়ী ফজলুল করিম, রবীন্দ্র শর্মা, দুলাল বড়ুয়া, জহির উদ্দীন কাজল, বিদ্যুৎ বড়ুয়া, সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা বাবুল, প্রবাসী জমিন উ, তুষার বড়ুয়া, সুনয়ন বড়ুয়া এবং এসএসসি ১৯৮৬ ব্যাচ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক নুরুল আলম মন্টু।




Developed by e2soft Technology