শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ মিছিল কক্সবাজারে ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত। রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন রামুতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, দর্শনীয় স্থান পরিদর্শনে জেলা প্রশাসক সালাহ উদ্দিন

ফুলছড়ী রেঞ্জের অভিযানে ১৫০ জনের বিরুদ্ধে ৯৭ টি মামলা; বন বিভাগের ৫৫ একর বনভূমি উদ্ধার

সিবিএল নিউজ: কক্সবাজার উত্তর বনবিভাগের  ফুলছড়ী রেঞ্জের অভিযানে গত দুই মাসে ১৫০ জনের বিরুদ্ধে ৯৭ টি মামলা দায়ের করে জেল জরিমানা সহ ৫৫ একর বনভূমি উদ্ধার হয়েছে ।


এই উল্লেখযোগ্য মামলা পরিচালনা করতে গিয়ে সংঘবদ্ধ চক্রের সদস্যরা বনবিভাগের অফিসারদের বিভিন্ন ভাবে হুমকি, চক্ষু রাগানী সহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে, তা উপেক্ষা করে সম্প্রতি বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে অবৈধ ডাম্পারও জব্দ করেছে ফুলছড়ী রেঞ্জ। এই সব সংঘবদ্ধ চক্রের সদস্যরা  ঈদগাঁওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতা, ফ্যাসিস্ট সরকারের আমলে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়।

তারা  সবাই নাপিতখালীর চিহ্নিত ভূমি দস্যু, জবর দখল কারী, বালি কেখো বনখেকো পরিচিত। এর মধ্যে নিজেকে হেডম্যান পরিচয় দেওয়া ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাতি আব্দুস শুক্কুর।কাঞ্চন মালা ফকিরা বাজারের  আওয়ামীলীগের নেতা মৃত বদর আমিনের ছেলে ভূমি দস্যু ওবাইদুর রহমান। আওয়ামীলীগের নেতা  মোহা্ম্মদ সাহাব উদ্দিন। আওয়ামীলীগের নেতা মোঃ শরীফ ,আরিফ ও দালাল ফিরোজ সহ এরা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বনের ক্ষতি ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিলো। অবৈধ জবর দখল ও সরকারী ভূমি উজাড় ও বৃক্ষনিধন, যা প্রাণ-প্রকৃতিকে হুমকির মুখে ফেলেছে।

ভূমিদস্যু ও অপরাধ চক্রের দৌরাত্ম থামানো যাচ্ছেনা। সচেতন বিভিন্ন মহল এ ব্যাপারে  খুবই উদ্বিগ্ন এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।




Developed by e2soft Technology