শিরোনাম
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট! বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহারের দাবিতে আমজনতার দলের অবস্থান কর্মসূচি কক্সবাজারে যুবলীগ নেতা আবছার সহ ৫ জনের বিরুদ্ধে ভাংচুর ও চাদাবাজির মামলা কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরামের কমিটি গঠিত রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ স্বদেশ বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন জাতীয় নাগরিক কমিটি রামু উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত! কক্সবাজার জেলার সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়া পরলোকে সেন্টমার্টিনে পর্যটন নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিবেচনার আহ্বান -কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স সুপেয় পানি ব্যবস্থা না থাকলে কোথাও জনবসতি থাকবে না রামুতে প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার অনুষ্ঠিত

ফুয়াদ আল-খতীব হাসপাতাল’র সঙ্গে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর কর্পোরেট চুক্তি সম্পন্ন

সিবিএল নিউজ: ফুয়াদ আল-খতীব হাসপাতাল এবং ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর মধ্যে কর্পোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ডিরেক্টর ডাঃ মোঃ শাহ আলম, ডিজিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মোঃ ইকবাল বাহার, ম্যানেজার (এডমিন) এস. এম আবু নোমান এবং ডেপুটি ম্যানেজার সাইফুদ্দিন খালেদ। টুয়াক-এর পক্ষে স্বাক্ষর করেন আহ্বায়ক মিজানুর রহমান মিল্কী, সদস্য সচিব আনোয়ার হোছাইন, সদস্য আব্দুল্লাহ আল ইমরান।

এই চুক্তির আওতায় টুয়াক সদস্য, তাদের পরিবারবর্গ এবং টুয়াক সদস্যদের মাধ্যমে সেবা গ্রহণকারী পর্যটকরা ফুয়াদ আল-খতীব হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে টুয়াক আহবায়ক কমিটি সদস্য জনাব কফিল উদ্দিন ও সদস্য নুরুল হাসান এবং ফুয়াদ আল-খতীব হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে সহকারী অফিসার আমিনুল হক, মার্কেটিং এক্সিকিউটিভ শাহাদাত আনোয়ার, জামাল হোসেন, বেলাল উদ্দিন এবং সাইফুল আজম উপস্থিত ছিলেন।

এই চুক্তি পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটকদের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




Developed by e2soft Technology