শিরোনাম
সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত মারমেইড বীচ রিসোর্টের কব্জায় থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রধান নির্বাচন কমিশনারের মা-বাবার রেখে যাওয়া সব সমস্ত সম্পদ দিয়ে গড়া হয়েছে শিক্ষা প্রতিষ্টান সেন্টমার্টিনে যেতে নিবন্ধন সহ যা করতে হবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন): সৌরভ দেব সম্পাদক হিসেবে যোগদান সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন: নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষায়িত প্রতিষ্ঠান উদ্বোধন শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ ‘রাজনীতিতে ভুল হলে খেসারত দিতে হয়: মির্জা ফখরুল

পর্যটন অংশীজনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মত বিনিময়

পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর মতবিনিময়

বার্তা পরিবেশক:

২৮ অক্টোবর ২০২৪, সোমবারে প্রাকৃতিক ভারসাম্য ও বৈচিত্র্যময় পর্যটন , এথিকাল বিজনেস ডেভেলপমেন্ট ও টেকসই নিরাপত্তা সংক্রান্তে কক্সবাজার পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশী জনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সমুদ্র সৈকতে অপার সম্ভাবনা ও ছোটখাটো বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। শুধু তাই না সম্মিলিত প্রয়াসে কিভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রাকৃতিক ভারসাম্যময় পর্যটন শিল্প ও অধিকতর এথিক্যাল বিজনেস স্ট্যান্ডার্ড ও ডেভেলপমেন্ট করা যায়, সে সংক্রান্তে কথা বলেন।

এ প্রসংগে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, আমরা সকলের সাথে সুদৃঢ় বন্ধন রাখতে চাই, আরো মতবিনিময় ও আলোচনা করতে চাই, কেননা আমরা সম্মিলিতভাবেই কক্সবাজারের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চাই।

উক্ত মতবিনিময় সভায় হোটেল মালিক সমিতির সভাপতি, সম্পাদক, কিটকট মালিক সমিতির সভাপতি, হর্স রাইডিং এর সভাপতিসহ বিভিন্ন পর্যটন হোটেলের মালিক,  ম্যানেজার, সিকিউরিটি অফিসার সহ বিভিন্ন পক্ষের অংশীজনরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পুলিশের পক্ষে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার,  সহকারী পুলিশ সুপার,  পুলিশ ইন্সপেক্টরবৃন্দ, সাব-ইন্সপেক্টরবৃন্দ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সকলেই কালের ধারাবাহিকতায় কক্সবাজারকে বিশ্বের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনে রুপান্তরের প্রত্যাশা ও প্রার্থনা করেন।




Developed by e2soft Technology