সিবিএল নিউজ:
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে জারি করা রুল শুনানিতে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ অক্টোবর), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই আদেশ দেওয়া হয়।
মির্জা ফখরুলের পক্ষে ইন্টারভেনর আবেদনটি করেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল। আদালতে তার পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এবং ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
এর আগে সোমবার (২৮ অক্টোবর) সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে ইন্টারভেনর হওয়ার জন্য এই আবেদনটি করা হয়েছিল, যা হাইকোর্টে মির্জা ফখরুলের পক্ষ থেকে দাখিল করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।