শিরোনাম
সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত মারমেইড বীচ রিসোর্টের কব্জায় থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রধান নির্বাচন কমিশনারের মা-বাবার রেখে যাওয়া সব সমস্ত সম্পদ দিয়ে গড়া হয়েছে শিক্ষা প্রতিষ্টান সেন্টমার্টিনে যেতে নিবন্ধন সহ যা করতে হবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন): সৌরভ দেব সম্পাদক হিসেবে যোগদান সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন: নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষায়িত প্রতিষ্ঠান উদ্বোধন শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ ‘রাজনীতিতে ভুল হলে খেসারত দিতে হয়: মির্জা ফখরুল

নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ দিয়ে গণহারে গ্রেপ্তারের বিপক্ষে ; সারজিস আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সমর্থনে সার্জিস আলমের মন্তব্য

সিবিএল রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি তার ফেসবুক পেইজে বলেন, ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলমান আন্দোলনে হলের ছাত্রদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আলম উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সদস্য হতে বাধ্য হওয়া শিক্ষার্থীরা মূলত নিরাপত্তা এবং সুযোগ সুবিধার জন্যই এই পথে যান।

তিনি বলেন, আন্দোলনের ১৬-১৭ দিনের সময়ে প্রায় ৮০% শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, যাদের ক্লিন ইমেজ আন্দোলনের প্রেক্ষাপটকে শক্তিশালী করেছে। আলম দাবি করেন, এদের সাহসিকতার কারণে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পেরেছিলেন, এবং আন্দোলনকে রাজনৈতিকভাবে অন্য কোনো দল বা সরকারবিরোধী ট্যাগ দেওয়া সম্ভব হয়নি।

সার্জিস আলম আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছিল তাদের পাশে দাঁড়িয়ে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি বলেন, যারা আন্দোলনে অংশ নিয়েছে তাদের দিকে আঙুল তোলার আগে সিস্টেমের দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা উচিত।

তিনি স্পষ্ট করেন, “যারা ন্যায়ের পক্ষে রাজপথে নেমেছে, তারা আমার ভাই। আমি তাদের পক্ষে থাকবো।” এই বক্তব্যের মাধ্যমে আলম আন্দোলনের ইতিহাস এবং তার সহযোদ্ধাদের প্রতি তার আস্থা ও সমর্থন ব্যক্ত করেছেন।




Developed by e2soft Technology