শিরোনাম
শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে

জাতীয় নাগরিক কমিটি টেকনাফ প্রতিনিধি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সিবিএল নিউজ: রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটির টেকনাফ প্রতিনিধি কমিটির পরিচিতি সভা ২৮ ডিসেম্বর শনিবার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভাটি শুরু হয় সদস্য মৌলভী সাদেক হোছাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সভার সঞ্চালনা করেন প্রতিনিধি সদস্য সায়েম সিকদার এবং সভাপতিত্ব করেন দেলোয়ার হোছাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সংগঠক মুহাম্মদ ওমর ফারুক। তিনি রাখাইন স্টেটের পরিবর্তিত বাস্তবতায় টেকনাফের ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বিশেষ নিরাপত্তা কৌশলপত্র প্রণয়নের আহ্বান জানান।

অন্য বক্তারা, মুহাম্মদ ইলিয়াস মিয়া এবং মুহাম্মদ খালিদ বিন সাঈদ, রাষ্ট্র সংস্কারের পথে ঔপনিবেশিক কালাকানুনের প্রভাব এবং জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়গুলো তুলে ধরেন।

সভায় আরও আলোচিত হয় প্রশাসনিক কাঠামোর স্থবিরতায় জনদুর্ভোগ, স্থানীয়দের এনজিও ভিত্তিক চাকরিতে ছাঁটাই রোধ, ইউনিয়ন ভিত্তিক ওয়ার্কিং প্ল্যান প্রস্তুতকরণ এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে।

উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা সংগঠক মুহাম্মদ আমিন উল্লাহ সাইফ, ফেরদৌস ইমরান, হারুন অর রশিদ মাহিরসহ আরও অনেকে। তারা ইউনিয়ন টিম লিডার এবং উপজেলা মনিটরিং সেল গঠনসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা দেন।

পরিচিতি সভায় টেকনাফের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সোহানুর রহমান, কামাল হোছাইন, মুহাম্মদ আদেল, ছৈয়দ নুর, তাসলিমা নাসরিন, শহিদুল্লাহ, জয়নাল আবেদীনসহ আরও অনেকে।

সভায় টেকনাফের প্রতিনিধি কমিটির কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।




Developed by e2soft Technology