
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১১টায় ‘জাগো নারী উন্নয়ন সংস্থা’র সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম এতে সভা প্রধান হিসেবে বক্তব্য রাখেন।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, নারীরা সামাজিক বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের যুগপৎ চাপে বিপর্যস্ত হচ্ছেন। দুর্যোগপ্রবণ অঞ্চলে বসবাসকারী নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা আরও বলেন, নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দুর্যোগ প্রস্তুতির সক্ষমতা উন্নয়ন এবং সমন্বিত নীতিমালার মাধ্যমে নারীবান্ধব অভিযোজন কৌশলে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রিইব এ ধরনের ফোকাস গ্রুপ ডিসকাশন স্থানীয় অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তা নীতিনির্ধারকদের সামনে তুলে ধরবে এবং ভবিষ্যতে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করে। ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।
এ সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’র সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক ও লেখক হাফেজ মাওলানা আবুল মঞ্জুর, রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান, কমিউনিকেশন অফিসার জান্নাতিন তাজরিমিন রিথি, জাগো নারী উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তৃতা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।