শিরোনাম
রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে রামুতে নারী ও যুব অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপে বক্তারা: যুবরা হলেন সমাজের প্রাণশক্তি, যুব ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান

জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১১টায় ‘জাগো নারী উন্নয়ন সংস্থা’র সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম এতে সভা প্রধান হিসেবে বক্তব্য রাখেন।

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, নারীরা সামাজিক বৈষম্য ও জলবায়ু পরিবর্তনের যুগপৎ চাপে বিপর্যস্ত হচ্ছেন। দুর্যোগপ্রবণ অঞ্চলে বসবাসকারী নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা আরও বলেন, নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। দুর্যোগ প্রস্তুতির সক্ষমতা উন্নয়ন এবং সমন্বিত নীতিমালার মাধ্যমে নারীবান্ধব অভিযোজন কৌশলে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রিইব এ ধরনের ফোকাস গ্রুপ ডিসকাশন স্থানীয় অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তা নীতিনির্ধারকদের সামনে তুলে ধরবে এবং ভবিষ্যতে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে উল্লেখ করে। ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।

এ সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’র সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক ও লেখক হাফেজ মাওলানা আবুল মঞ্জুর, রিইব-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ নাভিদ আনজুম হাসান, কমিউনিকেশন অফিসার জান্নাতিন তাজরিমিন রিথি, জাগো নারী উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তৃতা করেন।




Developed by e2soft Technology