শিরোনাম
এনসিপি নেতাদের উপর হামলাকারী অভিযুক্ত জামাল গ্রেফতার প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩

কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশে আইএলও-এর কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইএসইসি প্রকল্পের আয়োজনে কক্সবাজারে “পর্যটন শিল্প সম্প্রসারণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন শিল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ নভেম্বর ২০২৪ ইং রোজ বুধবার  কক্সবাজারের একটি তারকা হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালাটি আয়োজিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

জেলা প্রশাসক তার বক্তৃতায় জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা (ইসিএ) রক্ষায় পর্যটনের টেকসই উন্নয়নে বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী, আইএলও কক্সবাজার অফিসের প্রধান রুচিকা ভেল এবং এনরুট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু দাউদ খান প্রমুখ।

কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জেলা পুলিশ,ট্যুরিস্ট পুলিশ, অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক প্রতিনিধি এবং পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। টুয়াক আহবায়ক মিজানুর রহমান মিল্কী তার বক্তব্যে  কক্সবাজার বীচ কে প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তোলা, বিদেশী পর্যটক আকর্ষণের নাইট লাইফ সুবিধা, ও মানি একচেঞ্জ সহজীকরন করার জন্য পরামর্শ প্রদান করেন, ও বক্তারা কক্সবাজারে নতুন পর্যটন স্পট চিহ্নিতকরণ এবং টেকসই কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন।




Developed by e2soft Technology