শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

কক্সবাজারে টেকসই পর্যটন শক্তিশালী করতে “বৈচিত্র্যময় ট্যুর প্যাকেজ উন্নয়ন কর্মশালা” অনুস্টিত

সিবিএল নিউজ: কক্সবাজারে টেকসই পর্যটনকে এগিয়ে নিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ISEC প্রকল্পের আওতায় একটি “বৈচিত্র্যময় ট্যুর প্যাকেজ উন্নয়ন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় স্থানীয় ট্যুর অপারেটররা হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অনন্য ও প্রতিযোগিতামূলক ট্যুর প্যাকেজ তৈরি করার কৌশল শিখেছেন, যেখানে টেকসই পর্যটন, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে দেশি-বিদেশি পর্যটক ও ভ্রমণ প্রেমীদের আকৃষ্ট করা যায়।

কর্মশালায় ShareTrip ও GoZayaan-এর মতো প্ল্যাটফর্মের সাথে সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়, যাতে কক্সবাজারের পর্যটন সুবিধা আরও সমৃদ্ধ হয়। অংশগ্রহণকারীরা পর্যটকদের বিভিন্ন সেগমেন্টের চাহিদা ও বৈশ্বিক সেরা অনুশীলন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

এই উদ্যোগের লক্ষ্য কক্সবাজারের পর্যটন খাতকে শুধুমাত্র সমুদ্রসৈকত নির্ভরতা থেকে বের করে নতুন বৈচিত্র্যময় অভিজ্ঞতা তৈরি করা।




Developed by e2soft Technology