শিরোনাম
এনসিপি নেতাদের উপর হামলাকারী অভিযুক্ত জামাল গ্রেফতার প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩

কক্সবাজার সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিবিএল নিউজ: কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের ২০৪ নম্বর কক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান এবং শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ আজিজুল মোস্তফা বুলুর সভাপতিত্বে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রিহাবুল আকবর মিনারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ওসমান গণি, গীতা থেকে পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বৈশাখী দে, এবং ত্রিপিটক থেকে পাঠ করেন নুশৈ মার্মা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান। তিনি তার বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৃমদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দীন ফারুকী। স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম এবং রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ হারুনুর রশিদ।

অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ কবিতা আবৃত্তি করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ আইয়ুব।

বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকসহ কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।




Developed by e2soft Technology