শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে

খালেদ শহীদ :মাদক ও সন্ত্রাস থেকে উখিয়ার যুব সমাজকে দূরে রাখার লক্ষে প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ প্রীতি বীচ ফুটবল ম্যাচে ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পরাজিত করে। শুক্রবার (১৬ মে) সকাল ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সোনারপাড়া বীচ পয়েন্টে প্রীতি বীচ ফুটবল ম্যাচ আয়োজন করে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন।

বিজয়ী আলফা ফুটবল একাদশের অধিনায়ক হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সাবেক সভাপতি পি এম মোবারকের হাতে ট্রফি ও দুই দলের খেলোয়াড়দের হাতে মেডেল তুলে দেন, হাসিঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও ব্রাভো ফুটবলনএকাদশের অধিনায়ক মোহাম্মদ ইয়াসিন সিকদার।

প্রীতি বীচ ফুটবল ম্যাচ আয়োজন তরুনদের ক্রীড়ার চর্চায় উৎসাহিত করবে। পাশাপাশি সমাজ উন্নয়নেও তরুনরা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা।

হাসিঘর ফাউন্ডেশনের উখিয়া শাখা এবং উখিয়ার বিভিন্ন স্কুল শাখার সদস্যরা এ প্রীতি বীচ ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ের মধ্যে আলফা ফুটবল একাদশ ৪-৩ গোলে ব্রাভো ফুটবল একাদশকে পরাজিত করে। আলফা ফুটবল একাদশের হয়ে সৈয়দ মোবারক দুইটি, ইয়াছিন আরাফাত একটি এবং সাইফুল ইসলাম বাবু একটি করে গোল করে। অপর দিকে ব্রাভো ফুটবল একাদশের শাহরিয়ার তানভীর রিফাত একটি এবং আবুল কাশেম শাকিবের অ্যাসিস্টে মনজুরুল ইসলাম দুইটি গোল করতে সক্ষম হয়।

হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, মাদক ও সন্ত্রাস থেকে উখিয়ার যুব সমাজকে দূরে রাখার লক্ষে এবং ক্রীড়ার প্রতি হাসিঘর ফাউন্ডেশনের তরুনদের উদ্বুদ্ধ করার লক্ষে প্রীতি বীচ ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। বক্তব্যে তিনি মাদকের কুফল ও ক্ষতিকর দিক তুলে ধরেন এবং মাদক থেকে দূরে থাকতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় তরুণ ও যুব সমাজকে সতর্ক থাকতে বলেন। আগামীদে তরুণদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন তিনি।




Developed by e2soft Technology