শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

ঈদ উপলক্ষে কক্সবাজারে ভেজালবিরোধী মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

সিনিএল নিউজ:  আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ২২ মার্চ (শনিবার) দুপুর ১২:৩০ থেকে ৩:৩০টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নীলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযান চলাকালে তার সঙ্গে ছিলেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, র‍্যাব-১৫, আনসার ব্যাটালিয়ন ও বিএসটিআই টিম, কক্সবাজার।

অভিযান চলাকালে শহরের লারপাড়া এলাকায় বিভিন্ন খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে।

✅ মুনতাইজ আইসক্রিম কারখানা: মানবদেহের জন্য ক্ষতিকর রং ও স্যাকারিন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

✅ নাজিম আচার কারখানা (লারপাড়া): লাইসেন্সবিহীনভাবে আচার উৎপাদন এবং নকল বিএসটিআই নাম্বার ব্যবহার করে বাজারজাতকরণের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

✅ একটি সুপার শপ (বদর মোকাম এলাকা): ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপী তৈরি এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণতার তারিখবিহীন নিজস্ব মোড়কে পণ্য বাজারজাতকরণের অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে প্রসিকিউশন দেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল ও বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক।

🔹 মোট মামলা: ৩টি
🔹 মোট জরিমানা: ৪৫,০০০ টাকা

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।




Developed by e2soft Technology