শিরোনাম
রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ মিছিল কক্সবাজারে ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত। রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন রামুতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, দর্শনীয় স্থান পরিদর্শনে জেলা প্রশাসক সালাহ উদ্দিন রামু সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার ঐক্যমত

সিবিএল নিউজ: ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় কোম্পানীর পরিচালকরা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন।

(২২ মার্চ) শনিবার বিকেলে কক্সবাজার সৈকত লাগোয়া হোটেল জলতরঙ্গের হলরুমেআয়োজিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদতবারক হোসাইন। কোম্পানীর ডিরেক্টর মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিলের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মুকিত চৌধুরী। সভায় পরিচালকরা জানান, কোম্পানীকে দূর্নীতিবাজের হাত থেকে রক্ষা করার ফলে এখন থেকে পরিচালকরা যেমন লাভবান হবেন, তেমনি স্থানীয় জনগণের জন্যও সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। বোর্ড মিটিং-এ সাবেক এমডি নুরুল হুদার দূর্নীতির প্রতিবাদে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন ডিরেক্টর এইচআর মোসলেম উদ্দিন ভূঁইয়া, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দূর্নীতির দায়ে অপসারিত সাবেক এমডি নুরুল হুদার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় বোর্ড সভায়।

বোর্ড সভা শেষে এক ইফতার ও বিশেষ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কোম্পানীর ডিরেক্টর অপারেশন এনামুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বেলাল উদ্দিন ও মোহাম্মদ শাহাজাহান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মামুন ও জুনাইদ কাদের, উপদেষ্টা ডাক্তার শাহীন আবদুর রহমান চৌধুরী, রফিকুল হুদা চৌধুরী এবং ন্যায়পাল এডভোকেট গোলাম ফারুক খান কায়সার প্রমুখ।




Developed by e2soft Technology