শিরোনাম
নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর সংবর্ধিত “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই

ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার ঐক্যমত

সিবিএল নিউজ: ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় কোম্পানীর পরিচালকরা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন।

(২২ মার্চ) শনিবার বিকেলে কক্সবাজার সৈকত লাগোয়া হোটেল জলতরঙ্গের হলরুমেআয়োজিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদতবারক হোসাইন। কোম্পানীর ডিরেক্টর মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিলের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মুকিত চৌধুরী। সভায় পরিচালকরা জানান, কোম্পানীকে দূর্নীতিবাজের হাত থেকে রক্ষা করার ফলে এখন থেকে পরিচালকরা যেমন লাভবান হবেন, তেমনি স্থানীয় জনগণের জন্যও সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। বোর্ড মিটিং-এ সাবেক এমডি নুরুল হুদার দূর্নীতির প্রতিবাদে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন ডিরেক্টর এইচআর মোসলেম উদ্দিন ভূঁইয়া, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দূর্নীতির দায়ে অপসারিত সাবেক এমডি নুরুল হুদার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় বোর্ড সভায়।

বোর্ড সভা শেষে এক ইফতার ও বিশেষ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কোম্পানীর ডিরেক্টর অপারেশন এনামুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বেলাল উদ্দিন ও মোহাম্মদ শাহাজাহান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মামুন ও জুনাইদ কাদের, উপদেষ্টা ডাক্তার শাহীন আবদুর রহমান চৌধুরী, রফিকুল হুদা চৌধুরী এবং ন্যায়পাল এডভোকেট গোলাম ফারুক খান কায়সার প্রমুখ।




Developed by e2soft Technology