শিরোনাম
“সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার।

দিনটি আজ খরচের লাগাম টেনে ধরার

সিবিএল ডেস্ক:

আজ ৩১ অক্টোবর বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস বা ওয়ার্ল্ড সেভিংস ডে। মূলত পরিবার ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহবান জানানোর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।

উন্নত বিশ্বের দেশগুলোতে অনেক উৎসাহের সঙ্গে বিশ্ব মিতব্যয়িতা দিবস উদযাপন করা হয়।
জানা যায়, ১৯২৪ সালে ইতালীয় অধ্যাপক ফিলিপো রাভিজ্জা প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে বিশ্ব মিতব্যয় দিবসের ধারণাটি প্রস্তাব করেছিলেন। পরের বছর থেকে দিবসটি পালন শুরু হয়।

ব্যক্তি, পরিবার ও জাতির কল্যাণের জন্য মানুষকে মিতব্যয়ী হওয়ার কথা মনে করিয়ে দিতে এখন প্রতি বছর এ দিবসটি উদপাপিত হচ্ছে।

অতিরিক্ত ব্যয় না করে প্রয়োজনমতো অথবা হিসাব করে ব্যয় করার নামই মিতব্যয়িতা। আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের নাগরিকদের জন্য মিতব্যয়িতার প্রয়োজনীয়তা অপরিসীম।

উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্তু দুঃখের বিষয়, সে অনুযায়ী আয় বাড়ছে না। এ পরিস্থিতিতে মিতব্যয়িতা চর্চা করলে আর্থিক সংকটের মধ্যেও কিছুটা সুখী জীবনযাপন করতে আমরা সক্ষম হবো বলে আশা করা যায়।

সেসব পণ্যই কিনুন যা আপনার খুব দরকার, কিংবা না কিনলেই নয়। বাড়তি চাহিদার ওপরে মনোযোগ কমিয়ে একান্ত চাহিদার ওপরে মনোযোগ দিন। তাহলে হয়তো আয়ের সঙ্গে খরচের একটা সামঞ্জস্য চলে আসবে।




Developed by e2soft Technology