
সিবিএল নিউজ: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৩ মে) দুপুর ৩টা ৩০ মিনিটে শহরের কালুর দোকান এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলে কক্সবাজার সদরসহ চকরিয়া, মহেশখালী, রামু, ঈদগাঁও, টেকনাফ ও উখিয়া উপজেলার শত শত ছাত্র-জনতা অংশ নেন। সারা মিছিলজুড়ে আওয়ামী বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
সমাপনী সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। যারা গণহত্যা ও দুর্নীতিতে জড়িত, যারা দেশকে দিল্লির কাছে বিকিয়ে দিয়েছে—তাদের সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করতে হবে।”
তারা আরও বলেন, “ড. ইউনুস সরকারের নেতৃত্বে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে একটি গণমুখী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবিকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া।”
সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এনসিপি কক্সবাজারের সংগঠক মুহাম্মদ ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস. এম. সুজা উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
খালিদ বিন সাঈদ, সংগঠক, এনসিপি কক্সবাজার, সাগর উল ইসলাম, জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতা, আহসান জুবায়ের, সংগঠক, রামু, রাইয়্যান কাশেম, সংগঠক, কক্সবাজার সদর
তাশদিদুর রেজা চৌধুরী, সংগঠক, কক্সবাজার জেলা সাঈদ স্বাধীন, সংগঠক, কক্সবাজার, তারেকুর রহমান, সংগঠক, ঈদগাঁও, আখতার হোছাইন, সংগঠক, উখিয়া, রায়হান উদ্দিন, শহীদ আহসান হাবিবের ভাই, শফিউল্লাহ, শহীদ নুরুল মোস্তফার পিতা, শাহরিয়ার শুভ, সংগঠক, মহেশখালী, এনসিপি নেতারা জানান, দলীয় কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের বিক্ষোভ সারা দেশেই চলমান থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।