
সিবিএল নিউজ: বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ (BiTT)-এ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ও হাউজকিপিং কোর্সের প্রথম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন উপপরিচালক জনাব মো: মোয়াজ্জেম হোসেন। তিনি কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আলী, কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মুকিম খান এবং আইএলও প্রতিনিধি জনাব মনিরুজ্জামান।
অতিথিবৃন্দ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পর্যটন খাতে দক্ষতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ (BiTT) পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবল তৈরি করতে প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।