শিরোনাম
রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল

রামুতে প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রামুতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব সাজিয়া আফরিন। রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিসিসআইআরের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মনসুর। শুভেচ্ছা বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল।

সেমিনার শেষে অতিথিরা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে উপজেলা প্রাণীসম্পদ অফিস, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, জারাইলতলী উচ্চ বিদ্যালয়, শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, টিএলটিএন প্রজেক্ট নিয়ে আইডিই বাংলাদেশ অংশ নেয়। প্রদর্শনীতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চল, পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত অঞ্চল এবং ভূগর্ভস্থ সুপেয় পানির সংকট সময়ে প্রযুক্তিটির মাধ্যমে সংগৃহীত বৃষ্টির পানির ব্যবহার করে, পানি সংকট অনেকাংশে নিরসন করা সম্ভব। বিষয়টি সহ বিভিন্ন উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী পরিদর্শন করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। অলিম্পিয়াডে বাঁকখালী উচ্চ বিদ্যালয় এবং কুইজ প্রতিযোগিতায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বিজ্ঞান মেলায় রামু সরকারি কলেজ প্লাস্টিক রিসাইক্লিং, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় যানজট সতর্কতা ব্যবস্থা এবং গ্যাস নিঃসরণ সতর্ক যন্ত্র, শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বজ্য পদার্থ থেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন এবং পানি থেকে হাইড্রোজেন জ্বালানি উদ্ভাবন, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং বিকল্প পদ্ধতি জ্বালানী গ্যাস উৎপাদন প্রজেক্ট প্রদর্শন ও উপস্থাপন করেন। বিজ্ঞান মেলায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, জারাইলতলী উচ্চ বিদ্যালয়, মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়, বাঁকখালী উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয় ও জোয়ারিয়ানালা হাজি মুহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন ও উপস্থাপন করেন।






সর্বশেষ

Developed by e2soft Technology