শিরোনাম
“রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা রামুতে অফিসেরচর চর পাড়াবাসীর নৌকা বাইচ অনুষ্ঠিত নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে নাগরিক কমিটি  বিক্ষোভ মিছিলের ঘোষণা

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে নাগরিক কমিটি  বিক্ষোভ মিছিলের ঘোষণা

সিবিএল নিউজ: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ০৬ ডিসেম্বর ২০২৪ ইং (শুক্রবার), কক্সবাজারে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা ও জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার।

বিক্ষোভ মিছিলটি জুমার নামাজের পর তারাবনিয়ারছড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হবে। মিছিলটি কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুনগাছতলা চত্বরে এসে শেষ হবে। সেখানে মিছিল-পরবর্তী একটি পথসভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

হামলার নিন্দা জানিয়ে আয়োজকরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তারা শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানাবেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের আহ্বান জানানো হয়েছে।




Developed by e2soft Technology