শিরোনাম
“রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা রামুতে অফিসেরচর চর পাড়াবাসীর নৌকা বাইচ অনুষ্ঠিত নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার

রামুতে বাংলাদেশ স্কাউটস ত্রৈ-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

খালেদ শহীদ, রামু।

স্কাউটিং একটি আন্দোলন। যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান এবং এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ স্কাউটস রামু উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় সভাপতির বক্তৃতায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল এ কথা বলেন। সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ কাউন্সিল সভা শুরু হয়।

সভায় সরাসরি সমর্থনে বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়মের ধারা ১৯৪ অনুযায়ী তিন বছরের জন্য রামু উপজেলা স্কাউটসের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি (পদাধিকারে), মাওলানা মোহাম্মদ রফিক, আবদুল হাশেম, মোহাম্মদ হোসাইন, আমজাদ হোসেন ও এনামুল হক সহ-সভাপতি, সন্তোশ শর্মা উপজেলা স্কাউটস কমিশনার, হুমায়ুন কবীর কোষাধ্যক্ষ, ছৈয়দ আলম সম্পাদক, তাজু উদ্দিন যুগ্ম-সম্পাদক, শিল্পী বড়ুয়া, জসিম উদ্দিন, রমিজ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, কায়ছার জাহান চৌধুরী গ্রুপ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে।

কাউন্সিল সভায় অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার সহ-সভাপতি আ ন ম আজগর হোসাইন, জেলা স্কাউট সম্পাদক ফরিদুল আলম, রামু উপজেলার স্কাউটস সহ-সভাপতি হোসাইনুল ইসলাম, মাওলানা মোহাম্মদ রফিক, আমজাদ হোসেন, নজরুল ইসলাম, উপজেলা কমিশনার সন্তোষ শর্মা। রামু উপজেলা স্কাউট লিডার নুরুল আমিন এ সভা সঞ্চালনা করেন।

সভার শুরুতে ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা ২০২৪ প্রতিবেদন উপস্থাপন করেন, বাংলাদেশ স্কাউটস রামু উপজেলার সম্পাদক আঙ্গুর বালা দাশ এবং আয়ব্যয় হিসাব উপস্থাপন করেন, আবদুল হাশেম।

সভায় বক্তারা বলেন, স্কাউটিং হচ্ছে একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী আন্দোলন। সহ শিক্ষা কার্যক্রম হিসাবে স্কাউটিং ছেলেমেয়ে নির্বিশেষে শিশু, কিশোর ও তরুণদের চরিত্রবান ও আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যুব সম্প্রদায়কে সুসংগঠিত করে চরিত্র ঠিক ও দেশপ্রেমিক সুনাগরিক সৃষ্টিতে এই আন্দোলন বলিষ্ঠ ভূমিকা পালন করছে। বাংলাদেশ স্কাউটস রামু উপজেলা এতদাঞ্চলের স্কাউটস আন্দোলন সম্প্রসারণ, উন্নয়ন ও বিকাশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। রামু উপজেলায় ১০১২ জন কাব স্কাউট ও ৭৩৪ জন স্কাউট রয়েছে। রামু উপজেলায় বাংলাদেশ স্কাউটস নিয়ন্ত্রণাধীন ৮২টি প্রাথমিক বিদ্যালয়, ২২টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা রয়েছে। তৎমধ্যে ৫১টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা চাটারভূক্ত রয়েছে। এ ছাড়া স্কাউট প্রশিক্ষণ বিহীন শিক্ষাপ্রতিষ্ঠান সমুহে ওরিয়েন্টেশন কোর্স আয়োজন, স্কাউট দিবস উদযাপন সহ জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রামু উপজেলার তালিকাভুক্ত স্কাউট ও কাব স্কাউট ইউনিট।




Developed by e2soft Technology