শিরোনাম
ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ

গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক: অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ১ ঘটিকায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের কক্সবাজার ০২ (মহেশখালী কুতুবদিয়া) সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁন তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, শরণার্থী বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব এডভোকেট মো. রুহুল কাদের রাহুল, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. জসিম উদ্দীন, ছাত্র অধিকার পরিষদের অন্যতম ছাত্রনেতা মো. জাসেদ, মো. সাকিব, মো. তাহসিনসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁন বলেন, “আমি নির্বাচিত হই বা না হই, ঘুষ, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যাব। পাশাপাশি এ জনপদের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ সর্বদা আপসহীন থাকবে।




Developed by e2soft Technology