
নিজস্ব প্রতিবেদক: অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ১ ঘটিকায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের কক্সবাজার ০২ (মহেশখালী কুতুবদিয়া) সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁন তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, শরণার্থী বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব এডভোকেট মো. রুহুল কাদের রাহুল, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. জসিম উদ্দীন, ছাত্র অধিকার পরিষদের অন্যতম ছাত্রনেতা মো. জাসেদ, মো. সাকিব, মো. তাহসিনসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁন বলেন, “আমি নির্বাচিত হই বা না হই, ঘুষ, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যাব। পাশাপাশি এ জনপদের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ সর্বদা আপসহীন থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।