
সিবিএল ডেস্ক: ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার বান্দরবন লামার ধ্যানতীর্থ কোয়ান্টামমে অনুষ্ঠিত হয় দেশব্যাপী ধ্যানসন্ধ্যার ষষ্ঠ প্রোগ্রাম। সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এ আয়োজনে অংশ নেন ১৭৪৩ জন (প্রো-মাস্টার ২১২ জন, গ্রাজুয়েট ৮৮০ জন এবং রেজিস্টার্ড এসোসিয়েট ৬৫১ জন) ধ্যানী।

প্রথমবারের মতো লামাতে ধ্যান প্রভাতে শ্রদ্ধেয় গুরুজীর সাথে অংশ নিতে কোয়ান্টামমে আসেন চকরিয়া, বান্দরবান, লামা সদর, কক্সবাজার, রাজবিলা, লোহাগাড়া থেকে উল্লেখযোগ্য সংখ্যক ধ্যানী। এর পাশাপাশি কোয়ান্টামমে অবস্থানকারী গ্রাজুয়েট, প্রো-মাস্টার ছাড়াও এ আয়োজনে আরো অংশ নেয় পাঁচ শতাধিক কোয়ান্টা।

২০২৫-এর এ আয়োজনের পরবর্তী অনুষ্ঠান : ২৯ নভেম্বর ২০২৫ শনিবার, ধ্যানসন্ধ্যা, চট্টগ্রামের শাহ আমানত সেতু লিংক রোডের মুখে কে.বি কনভেনশন হলে সন্ধ্যা ৬টা থেকে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।