
নিজস্ব প্রতিবেদক, রামু: রামুতে সাধ্যের নাগালে সুন্দর ও আকর্ষণীয় বাড়ির প্ল্যান ডিজাইনের নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে রামু উপজেলা পরিষদের সন্নিকটে মজিদিয়া শপিং কমপ্লেক্সে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী।
‘আপনার কল্পনার ঘরটিকে জীবন্ত করে তুলি আমরা’ এই শ্লোগানে আধুনিক স্থাপত্য ও প্রকৌশল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ আর্কিটেকচার ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, ডিজিটাল সার্ভে, প্রজেক্ট প্রোফাইল, উপজেলা ও কউক অনুমোদন সীট প্রস্তুত, সয়েল টেস্ট, সুপারভিশনসহ সবধরনের প্রকৌশল সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে।
নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’র ব্যবস্থাপনা পরিচালক এলজিইডি’র সাবেক উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া বলেন, আমরা কাজের গুণগত মান ঠিক রাখতে অঙ্গীকারবদ্ধ। বাড়ি নির্মাণে নকশা করা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির প্ল্যান, বাড়ির ছবি, ড্রয়িং ডিজাইন, নির্মাণ খরচ জানা আরও অনেক গুরুত্বপূর্ণ। বাড়ি করার আগেই বুঝা যাবে স্বপ্নের বাড়ি কেমন হবে। তাই আগে থেকে বাড়ির প্ল্যান ডিজাইন ড্রয়িং থাকলে বুঝতে সুবিধা হয়।
তিনি আরও জানান, বর্তমানে যুগের সাথে বদলেছে মানুষের বসবাসের বাড়ি ঘরের গঠনও। আধুনিক মানের নকশা ডিজাইন করা যায় সহজে। আধুনিক মানের বাড়ি নকশা ডিজাইনে প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া সহ ‘বাড়ি নকশা’ নির্মাণ সেবাপ্রতিষ্ঠানের সাথে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আরও যুক্ত আছেন, প্রকৌশলী সালাহউদ্দীন মাহমুদ ও প্রকৌশলী মোহাম্মদ শোয়াইব।
‘বাড়ি নকশা’ উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবীর, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ফতেখাঁরকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় এক ইমাম দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করা হয়। নতুন প্রযুক্তি-সমৃদ্ধ এই সেবা প্রতিষ্ঠান রামু অঞ্চলে আধুনিক স্থাপত্য ও নির্মাণ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করেন অতিথিবৃন্দ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।