
নিজস্ব প্রতিবেদক, রামু: রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি। রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি উদ্বোধন করেন, রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলাম। হইচই আর আনন্দে মাতোয়ারা ক্লাস পার্টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় সাড়ে ছয় শত শিক্ষার্থী অংশ নেয়।
বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও অবসরপ্রাপ্ত কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং বাঁকখালী ফান্ডেশনের সাধারণ সম্পাদক ও রামু সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্লাস পার্টি অনুষ্ঠানে বক্তৃতা করেন, পানিরছড়া এসএইচডি মডেল হাইস্কুলের নির্বাহী পরিচালক প্রাক্তন শিক্ষক মো. আবদুল হালিম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রকৌশলী মীর কাসেম, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সমস্বর’ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুল হক, এটিএন নিউজ কক্সবাজার জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ রামু উপজেলার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক উচ্ছাস বড়ুয়া ও বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী প্রমুখ।

প্রাণবন্ত এ সহপাঠ কার্যক্রমে আরও অংশগ্রহণ করেন,
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যাপক জেবুন নাহার চৌধুরী, বাঁকখালী ফাউন্ডেশনের পরিচালক হোসনে আরা, শফিকুল আলম, ভূবন বড়ুয়া, নুরুল আমিন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাফি খানম, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের একাডেমি প্রধান আসমাতুল এলা, সহকারী শিক্ষক বাপ্পা বড়ুয়া, সাইদা আক্তার, জয়নাল আলম, ইউসুফ হোসাইন, পম্পি বড়ুয়া, মিজানুর রহমান, জিয়াউল হোসাইন, আবছার মানিক, কিশোর শর্মা, প্রিয়াঙ্কা চক্রবর্তী, কামরুন নাহার, ইমন বড়ুয়া, মো. সালাউদ্দিন, সাংবাদিক রিজান বড়ুয়া প্রমুখ।
ক্লাস পার্টি উদ্বোধনে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলাম বলেন, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে, আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। গতানুগতিক শ্রেণি কার্যক্রমে বছরের পুরোটা সময় অতিবাহিত করে কোমলমতি শিক্ষার্থীরা। ব্যস্ত থাকে পরীক্ষার প্রস্তুতিতে। ক্লাস পার্টির মাধ্যমে আজকের ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মনন বিকাশ ও বন্ধুত্বের সুদৃঢ়তা বাড়বে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জড়তা দূর হবে এবং তারা আত্মবিশ্বাসী হবে।

অতিথিরা শ্রেণি ভিত্তিক দশটা স্টলে ফিতা ও কেক কেটে ক্লাস পার্টি উদ্বোধন করেন। প্রতিটি স্টলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় শিক্ষার্থীরা অতিথি ও শিক্ষকদের নানান ধরণের পিঠাপুলি, মিষ্টি ও কেক খেতে দিয়ে সম্ভাষণ জানায়। শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস পার্টির পুরো সময় মিউজিকের তালে তালে আনন্দ উচ্ছাসে মেতে উঠে। নানান রঙে নতুন কাপড়ে সজ্জিত হয়ে ক্লাস পার্টিতে অংশ নেয়া শিক্ষার্থীরা ছবি তোলে, নেচে গেয়ে হইচই আর আনন্দে সময় অতিবাহিত করে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।