
খালেদ শহীদ, রামু: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মাস্টার মোহাম্মদ আলমকে আবারও সভাপতি এবং সহ-সাধারণ সম্পাদক সায়েদ জুয়েলকে সাধারণ সম্পাদক এবং জাবেদুল আনোয়ারকে আবারও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রামু পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয় সভায় নতুন কমিটির নাম ঘোষনা করেন এবং অনুমোদন দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ।
প্রধান অতিথির বক্তব্যে এইচ এম এরশাদ বলেন, আমরা প্রাণ-প্রকৃতি রক্ষায় কাজ করি। প্রকৃতি অনেক কিছু উজাড় করে দিয়েছে আমাদের। তাই প্রকৃতিকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। বাপা নেতৃবৃন্দরা পাহাড় কর্তনকারী বা খালবিল ধ্বংস করে অবৈধ বালু উত্তোলনকারী পক্ষে নেই। বাপা কোন অবৈধ দখলদারকে, পরিবেশ ধ্বংসকারীকে সমর্থন করে না। বাপার পরিবেশ কর্মীরাও কোন অনৈতিক কাজে জড়িত হতে পারবেন না।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সায়েদ জুয়েলের সঞ্চালনায় রামু পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, মনসুর আলী আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাশেম, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকুমার বড়ুয়া, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজনীন আক্তার মেরি, বেসরকারি সংস্থার কর্মকর্তা টিটু বিশ্বাস, জাবেদুল আনোয়ার, শিক্ষার্থী আরজিনা বেগম, নাজিমা সুলতানা, তাসফিয়া সুলতানা, মোর্শেদ আলম, সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবসায়ী শাহাবউদ্দিন, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আবু তারেক, ফখরুল ইসলাম আজাদ, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
সভায় সম্মিলিত আলোচনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলার সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রাখতে নতুন কমিটি গঠন এবং প্রয়াত সহ-সভাপতি মোহাম্মদ মুজিবুল হক শ্মরণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে প্রয়াত সহ-সভাপতি মোহাম্মদ মুজিবুল হক শ্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শোকপ্রস্তাব উত্থাপন ও শোকপ্রস্তাব গৃহীত হয়। আগামী ২১ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রামু উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়ামে মোহাম্মদ মুজিবুল হক শ্মরণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এক বছরের জন্য গঠিত বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার নতুন কমিটিতে মাস্টার মোহাম্মদ আলম সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, কিশোর বড়ুয়া, ইঞ্জি: তরুণ বড়ুয়া, আবদুল হাশেম ও শিউলী শর্মা সহ-সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সোহেল সহ-সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক, আবু তারেক সহ-সাংগঠনিক সম্পাদক, টিটু বিশ্বাস অর্থ সম্পাদক, মোর্শেদ আলম সহ-অর্থ সম্পাদক, মো. ওমর শওকত পরিবেশ বিষয়ক সম্পাদক, শাহাবউদ্দিন সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক, সোয়েব সাঈদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ আবদুল্লাহ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিজানুল হক সাংস্কৃতিক সম্পাদক, রাজিব বড়ুয়া সহ-সাংস্কৃতিক সম্পাদক, ফখরুল ইসলাম আজাদ দপ্তর সম্পাদক, আবদুল মান্নান ও রবিউল হাসান সহ-দপ্তর সম্পাদক, তাসনিমুল হক শাওন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নোমান ও মোহাম্মদ সাইফুল সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নাজনীন আক্তার মেরী মহিলা বিষয়ক সম্পাদক, আরজিনা বেগম, নাজিমা সুলতানা, সুলতানা ইয়াছমিন, তাসফিয়া সুলতানা সহ-মহিলা বিষয়ক সম্পাদক, খালেদ শহীদ, নীলোৎপল বড়ুয়া, সুকুমার বড়ুয়া ও মামুন চৌধুরী কার্য্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।