শিরোনাম
রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন

রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রামু: বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা ও ন্যায় চর্চা শেখাতে রামু উপজেলার কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে ও পানিরছড়া এস এইচ ডি মডেল হাই স্কুলে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের উদ্যোগে এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সততা স্টোর চালু করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে এবং সকাল সাড়ে ১০টায় পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলে এ সততা স্টোর উদ্বোধন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে দুর্নীতি বিরোধী আলোচনা সভা এবং শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় সমূহে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। দুর্নীতি বিরোধী শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ।

প্রধান অতিথির বক্তৃতায় মাস্টার মোহাম্মদ আলম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক একজন প্রস্ফুটিত ফুল। ঘুণধরা সমাজে শিক্ষার্থী নামক প্রস্ফুটিত ফুলগুলো যেন নষ্ট না হয়, দুর্নীতির দিকে যেন ধাবিত না হয়, আমাদের সজাগদৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের সততা শেখাতে, সততা ও ন্যায়চর্চার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর চালু করার উদ্যোগ নিয়েছে। ছোটবেলা থেকেই সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ প্রচেষ্টা। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। ছোটবেলা থেকে সততার চচর্চায় বেড়ে উঠলে, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারবে।

দুপুরে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক লুৎফুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন- রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তৃতা দেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওসমান গণি। বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক প্রণব বড়ুয়া, ছৈয়দ আলম, রহিমা বেগম, মো. আবদুল্লাহ, দেবাশীষ চক্রবর্তী, সরওয়ার কামাল, ফেরদৌসি বেগম, আনজুমান আরা, বাদশা মিয়া, নাছির উদ্দিন, মো. ওবাইদুল্লাহ ও মো. শাহ আলম। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, ষষ্ট শ্রেণির ছাত্র ছৈয়দ আবরার তৌকি।

সকালে পানিরছড়া এস এইচ ডি মডেল হাই স্কুলের নির্বাহী পরিচালক প্রাক্তন শিক্ষক আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। স্বাগত বক্তৃতা দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. ওমর শওকত। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ রায়েত। শিক্ষক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় পানিরছড়া এস এইচ ডি মডেল হাই স্কুলে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী বিষয়ক এ সভায় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মোবারক হোসেন, ফারুক উদ্দিন, জাহানারা বেগম, সাহাব উদ্দিন, সাহেদ কামাল, রিদুয়ানুর রহমান, সাজ্জাদ হোসেন, আফিয়া আক্তার, নাসরিন জাহান মুক্তা।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ বলেন, বিদ্যালয়সমূহে সততা স্টোর স্থাপন দুর্নীতি দমন কমিশনের সততা চর্চা ও দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচিরই অংশ। সততা স্টোরে শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় পণ্য থাকবে। পণ্যগুলোর মূল্য তালিকা থাকবে, কিন্তু বিক্রেতা থাকবেনা। থাকবেনা সিসি ক্যামেরাও। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনবে এবং মূল্য তালিকা দেখে নির্ধারিত টাকা ক্যাশ বাক্সে রেখে মূল্য পরিশোধ করবে। এ ভাবেই শিক্ষার্থীরা সততা চর্চায় বেড়ে উঠবে।






সর্বশেষ

Developed by e2soft Technology