
দেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় সম্মাননা পেল কোয়ান্টাম।
রবিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনকে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এর হাত থেকে সম্মাননা স্নারক গ্রহণ করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রাবিয়া নাজরীন।
এসময় কোয়ান্টামের ৬৬ বারের নিয়মিত রক্তদাতা মুস্তফা আশরাফ সিদ্দিকী ও ৪৭ বারের দাতা সৈয়দা রাবেয়া বসরীকে বিশেষ সম্মাননা জানানো হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।