শিরোনাম
কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে ট্যুরিজম ডেস্টিনেশন ডেভেলপমেন্ট খসড়া পরিকল্পনার উপর কর্মশালা অনুষ্ঠিত রামুতে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে বক্তারা: নির্যাতন-বৈষম্য রোধে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক সচেতনতা ক্যারিয়ার কার্নিভাল ২০২৫: কর্মসংস্থানের পথে কক্সবাজারের তরুণদের নতুন যাত্রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাস সার্ভিস সুবিধা দিবে রামু স‌মি‌তি সানড্রি ক্রীড়া সংসদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সোনাদিয়া দ্বীপ — কক্সবাজারের খুব কাছে, অথচ অন্য এক পৃথিবী

১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে

সিবিএল ডেস্ক: বিদেশ ভ্রমণের স্বপ্ন থাকলেও অনেকের জন্য ভিসার কাগজপত্র, সাক্ষাৎকার আর অপেক্ষার দীর্ঘ প্রক্রিয়া হয়ে ওঠে বড় ঝামেলা। তবে বিশ্বের কিছু সৌভাগ্যবান দেশের নাগরিকদের কাছে বিষয়টি একেবারেই সহজ—একটি টিকিট কাটলেই ব্যাগ গুছিয়ে উড়াল দেওয়া যায় বিশ্বের প্রায় সব দেশে।

সাম্প্রতিক হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৫ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশগুলোর নাগরিকরা ১৮৫টিরও বেশি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। এসব পাসপোর্ট কেবল ভ্রমণের সুবিধাই দেয় না, বরং দেশের আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক স্থিতি ও কূটনৈতিক প্রভাবকেও প্রকাশ করে।

শীর্ষ ৫ শক্তিশালী পাসপোর্ট
সিঙ্গাপুর – ভিসামুক্ত ১৯৩ দেশ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আছে সিঙ্গাপুর। রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষ কূটনীতি এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার কারণে দেশটির নাগরিকরা ১৯৩ দেশে সহজে প্রবেশ করতে পারেন।

দক্ষিণ কোরিয়া – ভিসামুক্ত ১৯০ দেশ
প্রযুক্তিতে অগ্রগতি ও আন্তর্জাতিক বাণিজ্যে শক্ত অবস্থানের পাশাপাশি কূটনৈতিক প্রভাবও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টকে দিয়েছে বাড়তি মর্যাদা। দেশটির নাগরিকরা ১৯০ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

জাপান – ভিসামুক্ত ১৮৯ দেশ
দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা জাপানের পাসপোর্ট এবারও রয়েছে শক্তিশালী অবস্থানে। শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি ও বৈশ্বিক আস্থার কারণে জাপানিরা ১৮৯ দেশে নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন।

জার্মানি – ভিসামুক্ত ১৮৮ দেশ
ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ দেশ জার্মানির নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ১৮৮টি দেশের দরজা খোলা। ইউরোপীয় কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের নেটওয়ার্ক জার্মান পাসপোর্টকে দিয়েছে বিশেষ প্রভাব।

ইতালি – ভিসামুক্ত ১৮৮ দেশ
ইতালি জার্মানির সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। ঐতিহাসিক কূটনৈতিক ঐতিহ্য, সাংস্কৃতিক প্রভাব এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ—সব মিলিয়ে ইতালির নাগরিকরাও ১৮৮ দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা উপভোগ করেন।

বিশ্লেষকদের মতে, এসব দেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব ও কূটনৈতিক নেটওয়ার্ক দিয়ে শুধু অর্থনৈতিক শক্তি নয়, নাগরিকদের জন্যও উন্মুক্ত পৃথিবীর দ্বার তৈরি করতে পেরেছে।




Developed by e2soft Technology