
চ্যাম্পিয়ন অফিসেরচর সুরের ক্লাব, রানার্সআপ কৃষক ক্লাব নৌকা বাইচ দল।
খালেদ শহীদ, রামু: রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীর দুই তীরে হাজারো মানুষ এ খেলাকে ঘিরে মেতে ওঠেন উচ্ছল আনন্দে। ঘোষকের কন্ঠে জাজেজ রেডি গো, নদীর পাড়ে ও পানিতে ‘মারো মারো, জোরে মারো কন্ঠে’ বাঁকখালী নদীতে উচ্ছ্বসিত হয়ে উঠে ক্রীড়াপ্রেমী দর্শক। এতে উৎসাহিত হয়ে উঠে এগিয়ে আসা নৌকা বাইচ দল গুলো। আরও জোরে এগিয়ে আসার শক্তিপায় দর্শকের কন্ঠ সমর্থনে।
শত বছরের ক্রীড়া ঐতিহ্যের ধারাবাহিক চর্চায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রামুর ‘অফিসেরচর চর পাড়াবাসী’র আয়োজনে বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হয় ‘আন্তঃ নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫’।
খেলায় চ্যাম্পিয়ন হয়েছে অফিসেরচর সুরের ক্লাব নৌকা বাইচ দল। রানার্সআপ অফিসেরচর চরপাড়া কৃষক ক্লাব নৌকা বাইচ দল। প্রতিযোগিতায় অফিসেরচর ফুটন্ত গোলাপ নৌকা বাইচ দলের সুমন সেরা খেলোয়াড় (বেত টানা) এবং অফিসেরচর কৃষক ক্লাব নৌকা বাইচ দলের আবদুর রহিম বাবুল সেরা খেলোয়াড়ের (মাঝি) পুরস্কার অর্জন করে। খেলা পরিচালনায় ঘোষকের দায়িত্বে ছিলেন- ফুটবল রেফারি ওমর ফারুক মাসুম।
রামুর ফতেখাঁরকুলের অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশে বাঁকখালী নদীতে অফিসেরচর চর পাড়াবাসীর আন্তঃ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য দূরদূরান্তের শত শত মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বাঁকখালী নদীর দু’পাড়। জাতীয় সংগীত, আতশবাজির মাধ্যমে এ ক্রীড়া উৎসবের শুভ সূচনা করা হয়।
আয়োজক কমিটির কর্মকর্তা সোহেল রানা জানান, রামুর বাঁকখালী নদীতে শত বছর আগে নৌকা বাইচ খেলার প্রচলন শুরু হয়। স্থানীয় গ্রামবাসীদের কাছে এটা ‘বাইছালি খেলা’ নামে পরিচিত। লোকজ ক্রীড়া ঐতিহ্যের এ ধারাবাহিকতা বাঁকখালী নদীতে প্রচলন ধরে রেখেছে রামুর অফিসেরচর গ্রামবাসী। বাঁকখালী নদীর নৌকা বাইচকে আগের মতো বৃহত্তর পরিসরে আয়োজনের প্রয়াস আমাদের রয়েছে। আমাদের প্রয়োজন সার্বিক সহযোগিতা।
‘আন্তঃ নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫’ সমন্বয়কারী ও ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট জালাল উদ্দিন রনি জানান- অফিসেরচর গ্রামের আটটি নৌ দল এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ৮টি দলের মধ্যে প্রথম রাইন্ড, সেমি ফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারনসহ মোট ১৫ ফাড়ি খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের ট্রফি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ চৌধুরী মাহিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপ-পুলিশ পরিদর্শক এইচ এম ওয়াহিদ রিফাত, বিশিষ্ট ব্যবসায়ি মোহাম্মদ শাহেদ, ফাহিম তাজওয়ার, জামাল উদ্দিন কোম্পানী, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক শাহজাহান কোম্পানী, কক্সবাজার জেলা তাঁতীদলের সভাপতি ডা. নাসির উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মনছুরুল হক, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কক্সবাজার জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মীর্জা নুরুল আবছার, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সদস্য আতিকুল হক, নৌকা বাইচ আয়োজকদের পক্ষে এডভোকেট জালাল উদ্দিন রনি, সোহেল রানা, মোহাইমিন আহমেদ মানাম, ফাওয়াজ মোহাম্মদ রিমন, আমির হামজা, তাওহীদ কাদের মুরাদ. মুহাম্মদ স্বপন, তাছিন, সুমন, নুর হোছাইন, শহীদুল্লাহ, আজিম, কাজল, শিক্ষক ইয়াছিন আরাফাত, তানিম, আবদুর রহিম বাবুল, কলিম উল্লাহ প্রমূখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।