শিরোনাম
কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে

রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিবিএল নিউজ: রামু সরকারি কলেজে নতুন অরাজনৈতিক ছাত্র সংগঠন “রামু সরকারি কলেজ ছাত্র অধিকার সংঘ”-এর আগামী ৬ (ছয়) মাসের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। একই সাথে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে কলেজের সকল শ্রেণির ইউনিট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

– আহ্বায়ক: তৌহিদুল ইসলাম
– সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সালমান রহমান
– *যুগ্ম আহ্বায়ক:** মো: জাহেদুল ইসলাম, মিফতাহুল জান্নাত
– **সদস্য সচিব:** শাকিলা পারভীন শিপু
– **সিনিয়র যুগ্ম সদস্য সচিব:** তাহানিয়া সুলতানা
– **যুগ্ম সদস্য সচিব:** সুমাইয়া আফরিন, মো: রিদোয়ান
– **মুখ্য সংগঠক:** সাদ্দাম হোসেন আরিফ
– **সিনিয়র সংগঠক:** তানভীর কাজল
– **সংগঠক:** তারিকুল ইসলাম, তানজিল
– **মুখপাত্র:** মঈনুল হাসান জিহাদ
– **উপ মুখপাত্র:** রিয়াজুল জান্না রিয়া, রেখা মনি, সাথী (মানবিক ১ম বর্ষ)
– **ছাত্রকল্যাণ সম্পাদক:** হাসিবুর রহমান
– **উপ ছাত্র সম্পাদক:** ইব্রাহিম খলিল
– **উপ ছাত্রকল্যাণ সম্পাদক:** আব্দুল্লাহ হোসেন
– **মিডিয়া সম্পাদক:** এম এইচ মোর্শেদ
– **উপ মিডিয়া সম্পাদক:** পারভেজ মোশাররফ
– **সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** মুসা কলিমুল্লাহ
– **উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** নাছির উদ্দীন নাছির, রেশমি ধর

এছাড়াও কার্যকরী সদস্য পদে মোট ৩৭ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা-সুবিধা নিশ্চিতকরণ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই তাদের মূল লক্ষ্য। তারা আরও জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে রামু সরকারি কলেজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছে ছাত্র অধিকার সংঘ।।




Developed by e2soft Technology