শিরোনাম
কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের

রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিবিএল নিউজ: রামু সরকারি কলেজে নতুন অরাজনৈতিক ছাত্র সংগঠন “রামু সরকারি কলেজ ছাত্র অধিকার সংঘ”-এর আগামী ৬ (ছয়) মাসের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। একই সাথে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে কলেজের সকল শ্রেণির ইউনিট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

– আহ্বায়ক: তৌহিদুল ইসলাম
– সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সালমান রহমান
– *যুগ্ম আহ্বায়ক:** মো: জাহেদুল ইসলাম, মিফতাহুল জান্নাত
– **সদস্য সচিব:** শাকিলা পারভীন শিপু
– **সিনিয়র যুগ্ম সদস্য সচিব:** তাহানিয়া সুলতানা
– **যুগ্ম সদস্য সচিব:** সুমাইয়া আফরিন, মো: রিদোয়ান
– **মুখ্য সংগঠক:** সাদ্দাম হোসেন আরিফ
– **সিনিয়র সংগঠক:** তানভীর কাজল
– **সংগঠক:** তারিকুল ইসলাম, তানজিল
– **মুখপাত্র:** মঈনুল হাসান জিহাদ
– **উপ মুখপাত্র:** রিয়াজুল জান্না রিয়া, রেখা মনি, সাথী (মানবিক ১ম বর্ষ)
– **ছাত্রকল্যাণ সম্পাদক:** হাসিবুর রহমান
– **উপ ছাত্র সম্পাদক:** ইব্রাহিম খলিল
– **উপ ছাত্রকল্যাণ সম্পাদক:** আব্দুল্লাহ হোসেন
– **মিডিয়া সম্পাদক:** এম এইচ মোর্শেদ
– **উপ মিডিয়া সম্পাদক:** পারভেজ মোশাররফ
– **সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** মুসা কলিমুল্লাহ
– **উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** নাছির উদ্দীন নাছির, রেশমি ধর

এছাড়াও কার্যকরী সদস্য পদে মোট ৩৭ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা-সুবিধা নিশ্চিতকরণ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই তাদের মূল লক্ষ্য। তারা আরও জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে রামু সরকারি কলেজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছে ছাত্র অধিকার সংঘ।।




Developed by e2soft Technology