শিরোনাম
“রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা রামুতে অফিসেরচর চর পাড়াবাসীর নৌকা বাইচ অনুষ্ঠিত নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার

নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: নানার বাড়ির দীঘির পাড়ে পারিবারিক কবরস্থানে মা ও নানার পাশে চির নিদ্রায় শায়িত হলেন, লেখক-গবেষক অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আজিজ চৌধুরী। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় (মাগরিবের নামাজের পর) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার দীঘির পাড়ে পারিবারিক কবরস্থানে মা কুলসুম বাহার ও নানা নুর মোহাম্মদ চৌধুরীর পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বিকালে (আছরের নামাজের পর) কক্সবাজার শহরের বদরমোকাম জামে মসজিদ মাঠে লেখক-গবেষক অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আজিজ চৌধুরীর প্রথম নামাজে জানাজা এবং সন্ধ্যায় (মাগরিবের নামাজের পর) পিএমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১১টার সময়ে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতিনাতনি ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, আত্মীয় স্বজন, শিক্ষক ও সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

লেখক-গবেষক অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আজিজ চৌধুরী কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজারের প্রসিদ্ধ আইনজীবী মরহুম উকিল এখলাছুর রহমানের একমাত্র সন্তান। মরহুম নুরুল আজিজ চৌধুরীর পৈতৃকবাড়ি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হালি শহর এলাকায়।

কক্সবাজার মডেল হাই স্কুলের (কেজি স্কুল) প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন, নুরুল আজিজ চৌধুরী। তিনি ওই স্কুল থেকে ২০১৩ সালে অবসরগ্রহণ করেন। কক্সবাজার সাহিত্য একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান লেখক-গবেষক নুরুল আজিজ চৌধুরীর প্রকাশিত গ্রন্থ ‘সাগরপাড়ের কতকথা’। কক্সবাজার সাহিত্য একাডেমী এ গ্রন্থটি প্রকাশ করে। তাঁর মৃত্যুতে কক্সবাজারের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি জগতে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন, কবি-সাহিত্যিকরা।




Developed by e2soft Technology