শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় কক্সবাজারের সন্তান আবরার ফুয়াদ

আফ্রিকার ছাদ হিসেবে পরিচিত মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় কক্সবাজারের সন্তান আবরার ফুয়াদ

সিবিএল নিউজ: বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রি-স্ট্যান্ডিং পর্বত মাউন্ট কিলিমাঞ্জারোর শিখরে পৌঁছেছেন কক্সবাজারের তরুণ আবরার ফুয়াদ। আফ্রিকার ছাদ হিসেবে পরিচিত এই পর্বতের উচ্চতা ৫৮৯৫ মিটার।

ফুয়াদ জানান, মাউন্ট কিলিমাঞ্জারো চূড়ায় ওঠার জন্য বেশ কয়েকটি পথ রয়েছে। তিনি সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং রুট ‘মাচামে’ বা ‘হুইস্কি রুট’ বেছে নেন। এই রুটটি অসুবিধার জন্য বিখ্যাত এবং ন্যূনতম দিনে শিখরে পৌঁছানোর জন্য পর্বতারোহীরা এই পথটি অনুসরণ করে।

মাউন্ট কিলিমাঞ্জারো শুধুমাত্র একটি পর্বত নয়, এটি সূর্যের পৃথিবীর দ্বিতীয় নিকটতম বিন্দু। এটি পৃথিবীর সাতটি বৃহৎ পর্বত চূড়ার মধ্যে একটি এবং মাউন্ট এভারেস্ট, অ্যাকনকাগুয়া এবং ডেনালির পরে বিশ্বের চতুর্থ সবচেয়ে বিশিষ্ট পর্বত।

এটি তার ভিত্তি থেকে প্রায় ৪৯০০ মিটার উঁচু এবং পাঁচটি ভিন্ন ইকোসিস্টেম ধারণ করে—গ্রাম, মন্টেন বন, মুরল্যান্ড, আলপাইন মরুভূমি এবং বরফ ভূমি। কিলিমাঞ্জারোর তলদেশে দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছাতে পারে, আর রাতের বেলা উপরের অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। শিখর অঞ্চলে পৌঁছানোর পর সেখানে গাছপালা বা প্রাণিজগতের অস্তিত্ব প্রায় নেই।

আবরার ফুয়াদের এই অর্জন কক্সবাজার তথা দেশের জন্য গর্বের একটি অধ্যায়। তার সাহসিকতা ও অধ্যবসায় তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।




Developed by e2soft Technology