শিরোনাম
ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত

মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় কক্সবাজারের সন্তান আবরার ফুয়াদ

আফ্রিকার ছাদ হিসেবে পরিচিত মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় কক্সবাজারের সন্তান আবরার ফুয়াদ

সিবিএল নিউজ: বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রি-স্ট্যান্ডিং পর্বত মাউন্ট কিলিমাঞ্জারোর শিখরে পৌঁছেছেন কক্সবাজারের তরুণ আবরার ফুয়াদ। আফ্রিকার ছাদ হিসেবে পরিচিত এই পর্বতের উচ্চতা ৫৮৯৫ মিটার।

ফুয়াদ জানান, মাউন্ট কিলিমাঞ্জারো চূড়ায় ওঠার জন্য বেশ কয়েকটি পথ রয়েছে। তিনি সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং রুট ‘মাচামে’ বা ‘হুইস্কি রুট’ বেছে নেন। এই রুটটি অসুবিধার জন্য বিখ্যাত এবং ন্যূনতম দিনে শিখরে পৌঁছানোর জন্য পর্বতারোহীরা এই পথটি অনুসরণ করে।

মাউন্ট কিলিমাঞ্জারো শুধুমাত্র একটি পর্বত নয়, এটি সূর্যের পৃথিবীর দ্বিতীয় নিকটতম বিন্দু। এটি পৃথিবীর সাতটি বৃহৎ পর্বত চূড়ার মধ্যে একটি এবং মাউন্ট এভারেস্ট, অ্যাকনকাগুয়া এবং ডেনালির পরে বিশ্বের চতুর্থ সবচেয়ে বিশিষ্ট পর্বত।

এটি তার ভিত্তি থেকে প্রায় ৪৯০০ মিটার উঁচু এবং পাঁচটি ভিন্ন ইকোসিস্টেম ধারণ করে—গ্রাম, মন্টেন বন, মুরল্যান্ড, আলপাইন মরুভূমি এবং বরফ ভূমি। কিলিমাঞ্জারোর তলদেশে দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছাতে পারে, আর রাতের বেলা উপরের অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। শিখর অঞ্চলে পৌঁছানোর পর সেখানে গাছপালা বা প্রাণিজগতের অস্তিত্ব প্রায় নেই।

আবরার ফুয়াদের এই অর্জন কক্সবাজার তথা দেশের জন্য গর্বের একটি অধ্যায়। তার সাহসিকতা ও অধ্যবসায় তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।






সর্বশেষ

Developed by e2soft Technology