শিরোনাম
রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ মিছিল কক্সবাজারে ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত। রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন রামুতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, দর্শনীয় স্থান পরিদর্শনে জেলা প্রশাসক সালাহ উদ্দিন রামু সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান

মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় কক্সবাজারের সন্তান আবরার ফুয়াদ

আফ্রিকার ছাদ হিসেবে পরিচিত মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় কক্সবাজারের সন্তান আবরার ফুয়াদ

সিবিএল নিউজ: বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রি-স্ট্যান্ডিং পর্বত মাউন্ট কিলিমাঞ্জারোর শিখরে পৌঁছেছেন কক্সবাজারের তরুণ আবরার ফুয়াদ। আফ্রিকার ছাদ হিসেবে পরিচিত এই পর্বতের উচ্চতা ৫৮৯৫ মিটার।

ফুয়াদ জানান, মাউন্ট কিলিমাঞ্জারো চূড়ায় ওঠার জন্য বেশ কয়েকটি পথ রয়েছে। তিনি সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং রুট ‘মাচামে’ বা ‘হুইস্কি রুট’ বেছে নেন। এই রুটটি অসুবিধার জন্য বিখ্যাত এবং ন্যূনতম দিনে শিখরে পৌঁছানোর জন্য পর্বতারোহীরা এই পথটি অনুসরণ করে।

মাউন্ট কিলিমাঞ্জারো শুধুমাত্র একটি পর্বত নয়, এটি সূর্যের পৃথিবীর দ্বিতীয় নিকটতম বিন্দু। এটি পৃথিবীর সাতটি বৃহৎ পর্বত চূড়ার মধ্যে একটি এবং মাউন্ট এভারেস্ট, অ্যাকনকাগুয়া এবং ডেনালির পরে বিশ্বের চতুর্থ সবচেয়ে বিশিষ্ট পর্বত।

এটি তার ভিত্তি থেকে প্রায় ৪৯০০ মিটার উঁচু এবং পাঁচটি ভিন্ন ইকোসিস্টেম ধারণ করে—গ্রাম, মন্টেন বন, মুরল্যান্ড, আলপাইন মরুভূমি এবং বরফ ভূমি। কিলিমাঞ্জারোর তলদেশে দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছাতে পারে, আর রাতের বেলা উপরের অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। শিখর অঞ্চলে পৌঁছানোর পর সেখানে গাছপালা বা প্রাণিজগতের অস্তিত্ব প্রায় নেই।

আবরার ফুয়াদের এই অর্জন কক্সবাজার তথা দেশের জন্য গর্বের একটি অধ্যায়। তার সাহসিকতা ও অধ্যবসায় তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।




Developed by e2soft Technology