শিরোনাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ মিছিল কক্সবাজারে ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত। রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন রামুতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, দর্শনীয় স্থান পরিদর্শনে জেলা প্রশাসক সালাহ উদ্দিন

সোনার পাড়া বীচে হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব

নিজস্ব প্রতিবেদক, রামু:

সমুদ্র সৈকত কক্সবাজারে প্রথমবারের মতো শীত উৎসব উদযাপন করেছে হাসিঘর ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কক্সবাজার সমুদ্র সৈকতের সোনার পাড়া বীচ পয়েন্টে এ উৎসব উদযাপন করে উখিয়া উপজেলা হাসিঘর ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুর ২টা থেকে গান, কবিতা, র‍্যাফেল ড্র সহ নানা আয়োজনে অনুষ্ঠিত শীত উৎসব রাত ৯টায় শেষ হয়।

শীত উৎসবে সভাপতিত্ব করেন, হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।

সাইফুল ইসলাম শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত শীত উৎসবে বক্তব্য রাখেন, কক্সবাজার সময় অনলাইনের সম্পাদক হামিম ফরহাদ সায়েম, হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সদস্য পি এম মোবারক, তাওহিদুর রহমান ফরহাদ, সংগঠনের ইন্সটিটিউশনাল অ্যাফেয়ার্স উইং কো-অর্ডিনেটর সৃজন কর, উখিয়া শাখার সিনিয়র সদস্য মেহেদী হাসান, ইয়াসির আরফাত, শাহরিয়ার তানবীর রিফাত, নোমান মোহাম্মদ তারেক, সায়েদ উর রহমান সাকিব, আবুল কাশেম শাকিব, রাইহান আশরাফ মাজেদ, সামির, আমিন, তাওসিফ।

শীত উৎসবে মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, শীতের সুন্দর বিকেলে সমুদ্র সৈকতে বসেছি স্বেচ্ছাসেবী ও মানবিক কিছু মানুষ। যে মানুষরা সামাজিক ও মানবিকতায় নিজেকে স্বতঃস্ফূর্তভাবে নিয়োজিত রাখেন। মানবিকতার মানুষগুলোর অংশগ্রহণ দেখে আমি সত্যিই অভিভূত। আমরা উৎসাহিত এমন নান্দনিক আয়োজনে আপনাদের
সাথে পেয়ে। এই ধারা অব্যাহত রাখতে হবে এবং দেশের কল্যাণে আরো বেশি করে হাঁসিঘর ফাউন্ডেশনকে নিয়োজিত রাখতে হবে।

তিনি আরও বলেন, হাসিঘর ফাউন্ডেশন হলো শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায়ের মুখে হাসি ফুটাবো’ স্লোগানকে ধারণ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এ সংগঠনের মাধ্যমে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত,গরীব ও ভবঘুরে মানুষের জন্য কাজ করে। এই সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দ্বারা পরিচালিত হয়। এ সংগঠনের ইন্সটিটিউশনাল অ্যাফেয়ার্স উইং এর অধীনে বিভিন্ন স্কুল ও কলেজে শাখা রয়েছে। যাতে করে শিক্ষার্থীরা সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসে।




Developed by e2soft Technology