শিরোনাম
কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের

সেন্টমার্টিনে পর্যটক যেতে না দেওয়া অবান্তর : জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী

সিবিএল রিপোর্ট  :

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটক যেতে না দেওয়া অবান্তর বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

রবিবার (১৭ নভেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ এ কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি আরো বলেন, সংখ্যালঘু নয় আমরা সবাই বাংলাদেশী এটা আমাদের পরিচয়, সাম্প্রদায়িক দাঙ্গায় না জড়িয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে, বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে নির্যাতন নিপীড়নের শিকার সংখ্যালঘুরা। এছাড়া আরো বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আলেম সমাজ।

তিনি আরো বলেন, স্বৈরাচারী শাসনামলে সংবিধানের পরিবর্তন এদেশের জনগণের সাথে সাংঘর্ষিক। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নানা সমালোচনা করেন জেলা বিএনপির এই সভাপতি।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. রশিদুল আলম চৌধুরী, প্রধান বক্তা কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. মোহাম্মদ ইউনুছ, বিশেষ বক্তা সদস্য সচিব সরওয়ার রোমন,  বিশেষ অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক ওমর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি মো. হাশেম সি.আই.পি, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, উপজেলা সি. যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী মেম্বার, জেলা বিএনপির সদস্য ওমর হাকিম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর প্রমুখ।




Developed by e2soft Technology