জন দুর্ভোগে নুনিয়া ছড়া বাসী: যানজট, শব্দদূষণ ও নিরাপত্তাহীনতা
সিবিএল রিপোর্ট: কক্সবাজারের উত্তর নুনিয়া ছড়া এলাকায় প্রতিদিন তীব্র যানজটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। নুনিয়া ছড়ায় অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর ঘাট থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে প্রতিদিন প্রায় ৫টি জাহাজে প্রায় ২০০০ পর্যটক আসা-যাওয়া করেন। কিন্তু পর্যাপ্ত গাড়ি পার্কিং ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার অভাবে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রভাব ও সমস্যা
সাধারণ জনগণের দুর্ভোগ: যানজটের কারণে অসুস্থ রোগী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা ভীষণ ভোগান্তির শিকার হচ্ছেন।
শব্দদূষণ: যানজটে আটকে থাকা গাড়ির অতিরিক্ত হর্নের শব্দ এবং সকালে জাহাজের বিকট হর্ন সাধারণ মানুষের মানসিক স্বস্তি নষ্ট করছে।
পর্যটকদের অসুবিধা: পর্যটকরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার পাশাপাশি যানজট ও পরিবেশের বিশৃঙ্খলায় অসন্তোষ প্রকাশ করছেন।
নিরাপত্তাহীনতা: পর্যটকদের ওঠা-নামার জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের ঝুঁকি বেড়েছে।
স্থানীয়দের দাবি
নুনিয়া ছড়া এলাকায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
- সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা চালু করা।
- পর্যাপ্ত গাড়ি পার্কিং এরিয়া নির্ধারণ।
- পর্যটক ওঠা-নামার স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।
- শব্দদূষণ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ।
এলাকার এই সংকট সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।