শিরোনাম
প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩ রামুতে খালের পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

জন দুর্ভোগে নুনিয়া ছড়া বাসী

জন দুর্ভোগে নুনিয়া ছড়া বাসী: যানজট, শব্দদূষণ ও নিরাপত্তাহীনতা

সিবিএল রিপোর্ট: কক্সবাজারের উত্তর নুনিয়া ছড়া এলাকায় প্রতিদিন তীব্র যানজটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। নুনিয়া ছড়ায় অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর ঘাট থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে প্রতিদিন প্রায় ৫টি জাহাজে প্রায় ২০০০ পর্যটক আসা-যাওয়া করেন। কিন্তু পর্যাপ্ত গাড়ি পার্কিং ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার অভাবে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রভাব ও সমস্যা

সাধারণ জনগণের দুর্ভোগ: যানজটের কারণে অসুস্থ রোগী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা ভীষণ ভোগান্তির শিকার হচ্ছেন।

শব্দদূষণ: যানজটে আটকে থাকা গাড়ির অতিরিক্ত হর্নের শব্দ এবং সকালে জাহাজের বিকট হর্ন সাধারণ মানুষের মানসিক স্বস্তি নষ্ট করছে।

পর্যটকদের অসুবিধা: পর্যটকরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার পাশাপাশি যানজট ও পরিবেশের বিশৃঙ্খলায় অসন্তোষ প্রকাশ করছেন।

নিরাপত্তাহীনতা: পর্যটকদের ওঠা-নামার জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের ঝুঁকি বেড়েছে।

স্থানীয়দের দাবি

নুনিয়া ছড়া এলাকায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

  • সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা চালু করা।
  • পর্যাপ্ত গাড়ি পার্কিং এরিয়া নির্ধারণ।
  • পর্যটক ওঠা-নামার স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।
  • শব্দদূষণ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ।

এলাকার এই সংকট সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।




Developed by e2soft Technology