শিরোনাম
বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে রামুতে নারী ও যুব অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপে বক্তারা: যুবরা হলেন সমাজের প্রাণশক্তি, যুব ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ

জন দুর্ভোগে নুনিয়া ছড়া বাসী

জন দুর্ভোগে নুনিয়া ছড়া বাসী: যানজট, শব্দদূষণ ও নিরাপত্তাহীনতা

সিবিএল রিপোর্ট: কক্সবাজারের উত্তর নুনিয়া ছড়া এলাকায় প্রতিদিন তীব্র যানজটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। নুনিয়া ছড়ায় অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর ঘাট থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে প্রতিদিন প্রায় ৫টি জাহাজে প্রায় ২০০০ পর্যটক আসা-যাওয়া করেন। কিন্তু পর্যাপ্ত গাড়ি পার্কিং ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার অভাবে এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রভাব ও সমস্যা

সাধারণ জনগণের দুর্ভোগ: যানজটের কারণে অসুস্থ রোগী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা ভীষণ ভোগান্তির শিকার হচ্ছেন।

শব্দদূষণ: যানজটে আটকে থাকা গাড়ির অতিরিক্ত হর্নের শব্দ এবং সকালে জাহাজের বিকট হর্ন সাধারণ মানুষের মানসিক স্বস্তি নষ্ট করছে।

পর্যটকদের অসুবিধা: পর্যটকরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার পাশাপাশি যানজট ও পরিবেশের বিশৃঙ্খলায় অসন্তোষ প্রকাশ করছেন।

নিরাপত্তাহীনতা: পর্যটকদের ওঠা-নামার জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধের ঝুঁকি বেড়েছে।

স্থানীয়দের দাবি

নুনিয়া ছড়া এলাকায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

  • সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা চালু করা।
  • পর্যাপ্ত গাড়ি পার্কিং এরিয়া নির্ধারণ।
  • পর্যটক ওঠা-নামার স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।
  • শব্দদূষণ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ।

এলাকার এই সংকট সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।




Developed by e2soft Technology