শিরোনাম
কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের

সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন: নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষায়িত প্রতিষ্ঠান উদ্বোধন

সিবিএল রিপোর্ট: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১৭ ও ১৮ নভেম্বর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রামু সেনানিবাসে সেনাসদস্যদের আবাসন সমস্যা সমাধানে পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ এবং ‘স্বপ্নচূড়া’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সোমবার (১৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধানের সফরের অংশ হিসেবে তার পত্নী সারাহনাজ কমলিকা জামান রামু সেনানিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ উদ্বোধন করেন।

এছাড়াও তিনি ‘রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’-এর পরিবর্তিত নাম ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’-এর নতুন নামফলক উন্মোচন করেন।

শহীদ লেফটেন্যান্ট তানজিমের স্মরণ
উল্লেখ্য, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন গত ২৪ সেপ্টেম্বর দেশ মাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। তার এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানগুলোতে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবার, জুনিয়র কমিশন্ড অফিসার, সৈনিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 




Developed by e2soft Technology