শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন: নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষায়িত প্রতিষ্ঠান উদ্বোধন

সিবিএল রিপোর্ট: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ১৭ ও ১৮ নভেম্বর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রামু সেনানিবাসে সেনাসদস্যদের আবাসন সমস্যা সমাধানে পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ এবং ‘স্বপ্নচূড়া’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সোমবার (১৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধানের সফরের অংশ হিসেবে তার পত্নী সারাহনাজ কমলিকা জামান রামু সেনানিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ উদ্বোধন করেন।

এছাড়াও তিনি ‘রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’-এর পরিবর্তিত নাম ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’-এর নতুন নামফলক উন্মোচন করেন।

শহীদ লেফটেন্যান্ট তানজিমের স্মরণ
উল্লেখ্য, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন গত ২৪ সেপ্টেম্বর দেশ মাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। তার এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানগুলোতে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবার, জুনিয়র কমিশন্ড অফিসার, সৈনিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 




Developed by e2soft Technology