
ঈদ উৎসবে নতুন উদ্যোগ: ঢাকায় ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল
সিবিএল ডেস্ক: ঢাকার ঈদ উৎসবে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। সাধারণত নগরবাসীর ঈদ কাটে টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে। ঈদের জামাত ছাড়া তেমন কোনো সম্মিলিত আয়োজন দেখা যায় না। তবে এবার সেই চিত্র বদলাতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল পুনরুজ্জীবিত করতে এবার বিশেষ আয়োজন করা হচ্ছে। ইতিহাস বলে, সুলতানি ও ব্রিটিশ আমলেও ঢাকায় ঈদ মিছিল হতো। সেই সংস্কৃতির ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরে ঢাকায় বর্ণাঢ্য ঈদ মিছিলের আয়োজন করা হচ্ছে।
যেভাবে হবে আয়োজন:
- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
- গ্রামীণ ঐতিহ্যের মতোই ঈদগাহের পাশে বসবে দিনব্যাপী ঈদ মেলা।
- ঈদের নামাজের পরই শুরু হবে ঈদ আনন্দ মিছিল।
- সংসদ ভবনের সামনে গিয়ে মিছিল শেষ হবে।
এই আয়োজনকে বর্ণাঢ্য ও আনন্দময় করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মিছিলের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত আসে এমন কিছু থাকবে না।
নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে আয়োজকরা বলছেন, নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই উৎসবকে সাফল্যমণ্ডিত করবে। এবারের ঈদ উদযাপন হোক আরও আনন্দময়, আরও উৎসবমুখর!
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।