শিরোনাম
পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর সংবর্ধিত “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন”

শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন”

সিবিএল নিউজ: কক্সবাজারের রামু উপজেলা পরিষদ বাঁকখালী মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার টকস অন জব অপরচুনিটি জেনারেশন ফর উইমেন অ্যান্ড ইয়ুথ’ শীর্ষক এক উৎসাহব্যঞ্জক কর্মসূচি, যেখানে শতাধিক স্থানীয় নারী ও তরুণ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর ISEC ট্যুরিজম সেক্টর সাপোর্ট ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপ ইনিশিয়েটিভ-এর আওতায় এনরুট কর্তৃক আয়োজিত এই আয়োজনে বক্তারা পর্যটন খাতে কর্মসংস্থানের অপার সম্ভাবনা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পথ নিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ রাশেদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং বলেন, “একজন চাকরি প্রার্থীকে মূলত তার সিভির মাধ্যমে মূল্যায়ন করা হয়, তাই সিভি প্রস্তুতির সময় সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত।” তিনি টুরিজম সেক্টরের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, “আমরা এখনও জানি না কিভাবে আমাদের টুরিজমকে সঠিকভাবে বিশ্বব্যাপী প্রমোট করা উচিত, তবে আশা করি, আমাদের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।”
এছাড়া একটি বিশেষ প্যানেল আলোচনায় কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার এর উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা বেগম, ইস্টার্ন হোটেল ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা কাজী নাসির উদ্দিন, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন কক্সবাজার এর কনভেনার মিজানুর রহমান মিল্কি, কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স এসোসিয়েশন হতে করিম উল্লাহ, ব্র্যাক এর প্রতিনিধি রেজাউল মজিদ ও বি এম ইয়াস্রাফ হোসাইন অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


প্যানেল আলোচনায় কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, “টুরিজম সেক্টর বাকি সব সেক্টরের সাথে সম্পর্কিত ও সংযুক্ত থাকতে হবে। কক্সবাজার একটি মাল্টিডাইমেনশনাল টুরিজম স্পট হিসেবে পরিচিত, যেখানে ২৪টি ভিন্ন ভিন্ন সেক্টর টুরিজমের সাথে সংযুক্ত রয়েছে। এ কারণে, ট্যুর গাইডদের অবশ্যই শিক্ষিত এবং প্রশিক্ষিত হতে হবে, যাতে তারা পর্যটকদের সঠিক তথ্য এবং গাইডলাইন প্রদান করতে সক্ষম হন।”
উক্ত অনুষ্ঠানে আইএলও এর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম নাভিদ আকবর বলেন, “কক্সবাজারে পর্যটন খাতে স্থানীয়দের অপার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন হোটেল প্রাসাদ প্যারাডাইসের ম্যানেজার মোঃ মহব্বত আলী ও আইএলও এর কনসাল্টেন্ট মোহাঃ মোস্তাফিকুর রহমান।
এই অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা পর্যটন ও ইকো-ট্যুরিজম খাতে ক্যারিয়ার গঠনের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতির উপায় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। তারা সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজেদের সংশয় দূর করেন এবং ভবিষ্যৎ কর্মপথ সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন। এ উদ্যোগ কক্সবাজার অঞ্চলে নারী ও তরুণদের পর্যটন খাতে অন্তর্ভুক্তি নিশ্চিত করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়তা করবে বলে আয়োজকগণ আশাবাদ ব্যক্ত করেন।




Ads NewsCraft

সর্বশেষ

Developed by e2soft Technology