নিজস্ব প্রতিবেদক, রামু: রামুতে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদানে বীর মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ স্বদেশ বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে রামু থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়ার বাড়ির উঠোনে গার্ড অব অনার প্রদান শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে পুষ্পস্তবক দিয়ে ৭০-৮০ দশকের কৃতি ফুটবলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, রামু থানা পুলিশ, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ সহ জ্ঞাতি ও গণ্যমান্য ব্যক্তিরা। দুপুর ২টায় অনিত্য সভা শেষে রামুর হাইটুপি পাড়াস্থ পারিবারিক বৌদ্ধ শশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হয়। রামুর ক্রীড়া ব্যক্তিত্ব প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়ার মরদেহে পুষ্পস্তবক অর্পন করে ও প্রয়াতে গৃহাঙ্গনে ব্যানার টাঙ্গিয়ে বিভিন্ন সংগঠন এবং জ্ঞাতি-প্রতিবেশিরা শ্রদ্ধা-সম্মান জানান।
অনিত্য সভায় সভাপতিত্ব করেন, রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের পরিচালক ভদন্ত বিজয়রক্ষিত মহাথের। ধর্মদেশনা দান করেন, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্পাল মহাথের, উখিয়া শৈলরঢেবা চন্দ্রোদয় বিহারের অধ্যক্ষ কুশলায়ন মহাথের, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথের, রাংকুট বনাশ্রম বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথের, রামু শান্তিরদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষান্তিপঞ্ঞা থের, কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ থের প্রমূখ।
স্মৃতিচারণ করেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, জেলার সাবেক কৃতি ফুটবলার কাস্টমস কর্মকর্তা আফসার উদ্দিন, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, ঘুমধুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার বড়ুয়া, স্যোসাল এইড চেয়ারম্যান প্রসূন বড়ুয়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, অধ্যাপক বোধি রঞ্জন বড়ুয়া, ধীরাজ কুমার বড়ুয়া প্রমুখ।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি পলক বড়ুয়া আপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনিত্য সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়ার ছোট ভাই রামু জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া।
কক্সবাজার জেলার ৭০-৮০ দশকের কৃতি ফুটবলার রামুর ক্রীড়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়া শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময়ে পরলোক গমন করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাই, এক বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ক্রীড়া ব্যক্তিত্ব প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বদেশ বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের প্রয়াত নিবারণ বড়ুয়ার বড় ছেলে। রামু জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সিনিয়র সহ-সভাপতি তরুন বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়ার বড় ভাই।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।