শিরোনাম
শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে

রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিবিএল নিউজ: রামু সরকারি কলেজে নতুন অরাজনৈতিক ছাত্র সংগঠন “রামু সরকারি কলেজ ছাত্র অধিকার সংঘ”-এর আগামী ৬ (ছয়) মাসের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। একই সাথে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে কলেজের সকল শ্রেণির ইউনিট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

– আহ্বায়ক: তৌহিদুল ইসলাম
– সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সালমান রহমান
– *যুগ্ম আহ্বায়ক:** মো: জাহেদুল ইসলাম, মিফতাহুল জান্নাত
– **সদস্য সচিব:** শাকিলা পারভীন শিপু
– **সিনিয়র যুগ্ম সদস্য সচিব:** তাহানিয়া সুলতানা
– **যুগ্ম সদস্য সচিব:** সুমাইয়া আফরিন, মো: রিদোয়ান
– **মুখ্য সংগঠক:** সাদ্দাম হোসেন আরিফ
– **সিনিয়র সংগঠক:** তানভীর কাজল
– **সংগঠক:** তারিকুল ইসলাম, তানজিল
– **মুখপাত্র:** মঈনুল হাসান জিহাদ
– **উপ মুখপাত্র:** রিয়াজুল জান্না রিয়া, রেখা মনি, সাথী (মানবিক ১ম বর্ষ)
– **ছাত্রকল্যাণ সম্পাদক:** হাসিবুর রহমান
– **উপ ছাত্র সম্পাদক:** ইব্রাহিম খলিল
– **উপ ছাত্রকল্যাণ সম্পাদক:** আব্দুল্লাহ হোসেন
– **মিডিয়া সম্পাদক:** এম এইচ মোর্শেদ
– **উপ মিডিয়া সম্পাদক:** পারভেজ মোশাররফ
– **সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** মুসা কলিমুল্লাহ
– **উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** নাছির উদ্দীন নাছির, রেশমি ধর

এছাড়াও কার্যকরী সদস্য পদে মোট ৩৭ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা-সুবিধা নিশ্চিতকরণ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই তাদের মূল লক্ষ্য। তারা আরও জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে রামু সরকারি কলেজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছে ছাত্র অধিকার সংঘ।।




Developed by e2soft Technology