শিরোনাম
ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত। রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন রামুতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প, দর্শনীয় স্থান পরিদর্শনে জেলা প্রশাসক সালাহ উদ্দিন রামু সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান রামুতে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত এনসিপি নেতাদের উপর হামলাকারী অভিযুক্ত জামাল গ্রেফতার প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু

রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিবিএল নিউজ: রামু সরকারি কলেজে নতুন অরাজনৈতিক ছাত্র সংগঠন “রামু সরকারি কলেজ ছাত্র অধিকার সংঘ”-এর আগামী ৬ (ছয়) মাসের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। একই সাথে আগামী ২ (দুই) সপ্তাহের মধ্যে কলেজের সকল শ্রেণির ইউনিট কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

– আহ্বায়ক: তৌহিদুল ইসলাম
– সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সালমান রহমান
– *যুগ্ম আহ্বায়ক:** মো: জাহেদুল ইসলাম, মিফতাহুল জান্নাত
– **সদস্য সচিব:** শাকিলা পারভীন শিপু
– **সিনিয়র যুগ্ম সদস্য সচিব:** তাহানিয়া সুলতানা
– **যুগ্ম সদস্য সচিব:** সুমাইয়া আফরিন, মো: রিদোয়ান
– **মুখ্য সংগঠক:** সাদ্দাম হোসেন আরিফ
– **সিনিয়র সংগঠক:** তানভীর কাজল
– **সংগঠক:** তারিকুল ইসলাম, তানজিল
– **মুখপাত্র:** মঈনুল হাসান জিহাদ
– **উপ মুখপাত্র:** রিয়াজুল জান্না রিয়া, রেখা মনি, সাথী (মানবিক ১ম বর্ষ)
– **ছাত্রকল্যাণ সম্পাদক:** হাসিবুর রহমান
– **উপ ছাত্র সম্পাদক:** ইব্রাহিম খলিল
– **উপ ছাত্রকল্যাণ সম্পাদক:** আব্দুল্লাহ হোসেন
– **মিডিয়া সম্পাদক:** এম এইচ মোর্শেদ
– **উপ মিডিয়া সম্পাদক:** পারভেজ মোশাররফ
– **সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** মুসা কলিমুল্লাহ
– **উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক:** নাছির উদ্দীন নাছির, রেশমি ধর

এছাড়াও কার্যকরী সদস্য পদে মোট ৩৭ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা-সুবিধা নিশ্চিতকরণ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই তাদের মূল লক্ষ্য। তারা আরও জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে রামু সরকারি কলেজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা করছে ছাত্র অধিকার সংঘ।।




Developed by e2soft Technology