
নিজস্ব প্রতিবেদক: রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আবছার মিয়া সভাপতি ও নুরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সকাল ৮ টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রামু রাবার বাগান কারখানা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রামু রাবার বাগানের প্রধান সহকারী নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার, সহ-হিসাব কর্মকর্তা নুহ ইসলাম আকন্দ ও টেপিং সুপারভাইজার রনজিন বড়ুয়া সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।
পাঁচটি পদে অনুষ্ঠিত প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনে আবছার মিয়া ৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১২ ভোট। সহ-সভাপতি পদে জাফর আলম ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অরুন কান্তি দে পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নুরুল হাসান ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আবদুস ছালাম ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুফিজুল ইসলাম পেয়েছেন ২০ ভোট। অর্থ সম্পাদক পদে শুভধন বড়ুয়া ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফেজ বেপারী পেয়েছেন ১৮ ভোট।
নির্বাচন চলাকালীন সময়ে রামু থানা পুলিশ, আনসার বাহিনী সদস্য ও রামু রাবার বাগানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সংগঠনের ৪৫ জন সদস্য স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে ভোট প্রদান করেন।
রামু রাবার বাগান শ্রমিক কর্মচারীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নবগঠিত ‘রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ কাজ করবে বলে জানান, নবনির্বাচিত সভাপতি আবছার মিয়া।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।