শিরোনাম
কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের

রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক, রামু: সত্যকে সত্য বলতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তথ্য সরবরাহে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। একই সাথে মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা সমাজের জাগ্রত বিবেক। সাংবাদিকতা হবে সমাজের অন্যায়, দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এবং সত্য উদঘাটন করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করা। আদর্শিক মত ভিন্নতা থাকতেই পারে। কিন্তু উন্নয়ন কর্মকান্ডে, দুর্নীতি প্রতিরোধে ও পরিবেশ রক্ষায় রামুর সাংবাদিকদের মত হতে হবে অভিন্ন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রামু প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। কেক কাটা ও আলোচনা সভা আয়োজনে রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রামু প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও সাবেক সহ-সভাপতি এসএম জাফরকে সংবর্ধিত করা হয়। রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক আখতারুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, রামু ওলামা পরিষদের সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা সাধারণ সম্পাদক আবু নাঈম মুহাম্মদ হারুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামু শাখার আহবায়ক আহসানুল জোবায়ের, উখিয়ারঘোনা তা’লিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হাসান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ আবরারী, ইসলামী আন্দোলন রামু দক্ষিণ শাখার সভাপতি কারী আবু নাছের, রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক রেজাউল করিম টিপু, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হানিফ জিহাদী, ছাত্রনেতা নাঈম খান।

অনুষ্ঠানে বক্তারা ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। বক্তারা বলেন- নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশ ও জনকল্যাণে স্বাধীন ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করতে হবে। স্বৈরাচারি মনোভাব, দমন-পীড়নের কারণে অনেকদিন বস্তুনিষ্ঠু সাংবাদিকতা স্থবির ছিলো। এখন যেন সে পরিস্থিতি সৃষ্টি না হয়। সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে সহযোগিতা করতে হবে। তা না হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সদস্য হামিদুল হক, কামাল হোসেন, নুরুল হক সিকদার, মো. আবদুল্লাহ, মিজানুল হক, সহযোগি সদস্য এইচএম জয়নাল আবেদীন প্রমূখ। এছাড়া কর্মরত সাংবাদিকদের মধ্যে কায়েদ আলম কায়ছার, নুরুল আমিন, শাহজাহান, মো. ইলিয়াছ, উচ্ছ্বাস বড়ুয়া বক্তব্য রাখেন।

সভায় ১৯৮৮ সালে রামু প্রেসক্লাব প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছেন সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা আরও বলেন, রামু উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরাসহ জনকল্যাণে পরিচ্ছন্ন সাংবাদিকতায় রামু প্রেস ক্লাবের সদস্যরা অগ্রণি ভূমিকা পালন করছে। সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে সত্যনিষ্ঠ সাংবাদিকতাকে বিকশিত করতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি এসএম জাফরকে রামু প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে অতিথিবৃন্দ কেক কেটে রামু প্রেস ক্লাবের গৌরবের ৩৭ বছর উদযাপন করেন।




Developed by e2soft Technology